কলেজ বয়
কলেজ বয় _ রাজেন্দ্র
একটা নয়
অনেক গুলো কাগজের নৌকো হয়ে
ভেসে যাব তোমার ধারায়
তোমার গভীর ভেজা নিঃশ্বাসে
বারবার ভিজে যাব
ডুবে যাব
ছিঁড়ে তলিয়ে যাব
সোঁদা পলির গভীরে
আবার জন্ম নেব
তোমার আঙুলে
সিগারেটের আগুনে
কঠিন নিকোটিনে
পুড়তে পুড়তে
ভালোবাসার সমস্ত গলনাঙ্কের
সীমান্ত ভেঙে
অশান্ত বৃষ্টির ফোঁটায় ফোঁটায়
ঘামের সুবাসে
মিশে যেতে যেতে
Comments