সারে জাঁহান সে আচ্ছা

বছরে দুটো দিন ..

মাত্র দুটো দিন
বাতাসে ভাসে
আবেগ আপ্লুত গান

কতটা মন থেকে বাজে
সেই দেশাত্মবোধ ..
জানা নেই

টিভির পর্দায় দেখি
দোর্দণ্ডপ্রতাপ সেনা
কুচকাওয়াজ
সামরিক আস্ফালন

নির্বাচিত প্রতিনিধি
দেখায় স্বপ্ন আগামীর
জ্বলজ্যান্ত দিনে

রাত ঘনিষ্ঠ হলেই
আবার ফিরে আসা
বাস্তবতায়

পথে ঘাটে আবর্জনা সেজে
নেতিয়ে থাকে
ফিকে হয়ে আসা তিরঙ্গা

গঙ্গা সিন্ধু নর্মদার জলে
গড়িয়ে গেছে সত্তর বছরে
কত হাজার কোটি দুর্নীতি
দুর্বিনীত মনের সাথে
ভাসতে ভাসতে

তবুও
কয়লার রঙ না ওঠা
মানসিকতার দোহাই কেটে
আমরা গর্বিত হয়ে বলে উঠি

সারে জাঁহান সে আচ্ছা

Comments

Popular posts from this blog

মহায়ণ

মরণ vs যৌনতা

আনা কড়া গন্ডা ক্রান্তি