আফজাল আলি

হলুদের গন্ধ
                   - -  -   - - -  - 
দুঃখের চেয়ে হালকা আমার জীবন
আমি কষ্টের কথা অন্ধকারে বলি
            আর
                 চোখ আমার অচেনা 
একলাই চলে যাই ভাঙা কাচের ভিতর

                   এখানে রক্ত নাই
                 এখানে পাকাধান বিষন্ন খায়
                এখানে আমি মুদির দোকান
                       চশমা  সামলাই

ওই যে আসে তৃতীয় বস্তুর গমন কাগজের  খবরে আামাকে ডোবাবে এখন
     
            হলুদের গন্ধ , বিউলির ডাল
          আমি তেজপাতা হলেও
     আমাকেই দোষ দেবে পরেশ বাঙাল

তখন কোথায় তুমি অন্যমনস্ক
                          অনাদর জাফরং
কাটছে চল্লিশ , কাটছে পঞ্চাশ, হাঁটুর গোড়ায় জং

Comments

Popular posts from this blog

মহায়ণ

মরণ vs যৌনতা

আনা কড়া গন্ডা ক্রান্তি