দাদা
দাদা আমার বিরামহীন
কলমের খচখচে আর
উদয়াস্ত ফোন কলের তাড়নায়
বনবাসী রামচন্দ্র হতে চায়
কোর্ট কাছাড়ি অফিসের স্টাফ
আর মুহুরীর তাড়নায় শুধু
ধোঁয়া আর ঘামে ভার বয়ে যায়
নিজেকে মালবাহী গাধা ভাবলেও
মনে মনে সুখী হতাম একদিন
দায়ভার এড়িয়ে যাব বলে
জানি গিলোটিনে হাত রেখে
কাজ করি সব দোষ মেনে
জিভকেটে দুই কান মলে
Comments