অনুভবী একলা
অনুভবী একলা __ রাজেন্দ্র
---------------------------
বসে আছি
প্ল্যাটফর্মে
নির্জনে
ভৌতিক স্টেশনে
এক্সপ্রেস ট্রেনের
জেনারেল কামরায়
একটা আপার বার্থ
খুঁজে নেওয়ার
অনিশ্চিত অপেক্ষায়
ভাগ্যবান কি
শুয়ে শুয়ে যায়
ঐশ্বরিক ভালোবাসায়
কাল ভোরে
পা রেখে দোটানায়
যাব বেআক্কেল অফিসে
আক্কেল গুড়ুমের
মিসফরচুন অভ্যাসে
স্মার্টনেসের তালিম দিতে
তালিবানি ভাবনায়
জিহাদের দোটানায়
কানকাটা কামরাঙা মনে
ভীমরুল শাণ দেয়
কোণ ভাঙা হুলে
ফুটো ফুসফুসে
গোঙাতে গোঙাতে
Comments