রিমোট কন্ট্রোল
রিমোট কন্ট্রোল - রাজেন্দ্র
বৃষ্টি দেবতার রিমোট কন্ট্রোলে
যেন কেউ খেলার ছলে
উল্টে দিয়েছে জলের কলসি হঠাৎই
বাদুড়ের ডিগবাজি
খাওয়ার তালে
সকাল থেকেই তাই
সব কেমন ভিজে ভিজে
ভিজে দুধওয়ালা
ভিজে খবরওয়ালা
ভিজে কাজের মাসি
জানলার পিঠে ভেজা
মাকড়সার জালের
জালিয়াতিও এখন শেষ
পোকা মাকড়ের আনন্দ
আর দেখে কে বলো
আমরা সবাই মেঘেই নিরুদ্দেশ
Comments