মহেশমাটি দাহা মোড়, জিশানের গ্যাসের দোকান
মহেশমাটি দাহা মোড়ে জিশানের গ্যাস ভরার দোকান ___ দিল এখন ভরপুর প্রতিশ্রুতি ___ যে কোনও সময়; তা রাত বারোটা হলেও ___ ওর কাছে এলেই রান্নার গ্যাস পাওয়া যাবেই যাবে ___ এমন প্রতিশ্রুতি কোনও নেতা দাদার কাছেও পাওয়া যাবে বলে মনে হয়না ___
------------- -------------------
বসেছিলাম লিখতে ___ কিছুটা এগিয়েছি; এমন সময় গিন্নির প্রবল ঝাড় ___ আজ রাতে বিনা আহারে থাকার ফিরিস্তি শৃনেই পড়ি কি মরি করে বিছানা ছেড়ে উঠতেই হলো ___ টোটোওয়ালাও এই অসহায়তার সুযোগ নিলো পুরোমাত্রায় দাঁতের পাটি বিকশিত করে ___ দ্বিগুণ ভাড়া গুনে অবশেষে জিশানের আশ্রিত ___ ধন্যবাদ পাশে বসা চপওয়ালা টাকেও ___ সদ্যভাজা গরম গরম মুচমুচে বেগুনির জন্য ___ 😊😊😊😊😊😊😊 সিংহাতলা; মালদহ
Comments