ব্রতী দাদার কবিতা
বাল্মীকির বাচ্চারা সব ইজের ধরে দাঁড়া,
কারো পাছায় সাঁটা খেতাব দেখে ভিমরি খাবি না,
ডানায় আগুন নিয়ে পাখি আকাশসীমা ছাড়ায়
রানির গোলাম পায় না তার মাটির চাবি, না
সব জমানায় হাড়হারামির জোটেই আচ্ছে দিন,
ন্যাকড়াবাজি করার কবি দেখতে পাবি অনেক
ইজের খুলে ঘুরছে ফিরছে হাতে আইসক্রিম
বাল্মীকির বাচ্চারা সব রাত্রি কাঁদছে লেখ
দম থাকে তো বুকের রক্তে রাত্রি কাঁদছে লেখ
Comments