Apurba Pal

তুমিও জুডাস হয়ে গেলে !
************************
*********** / অপূর্ব পাল

আমার সারাদেহে সেইসব ক্ষত রয়ে গেছে
পিনাল কোডের ক্ষত
চারশত আটানব্বই পেরেকের দাগ ;
তুমি আর তোমার সে বিজাতীয় বন্ধুটি
বহু যত্নে বিঁধে রেখে গেছো
তোমাদের লৌহ আক্রোশ !
কি কারণ...?
এ আমারে তুমি নাকি ভালবেসেছিলে
তারে আজ শবদেহ ভেবে প্রিয়তম জুডাস,
তুমি আর তোমার...
আহা সে কি বিজয় উল্লাস !

চেয়ে দেখো রক্তশূন্য দেহটির দিকে
এক আকাশ নক্ষত্র চেয়ে আছে
একটিও মাছি বসেনি ;
তোমার আতর গায়ে মাছির মিছিল

কলার মান্দাসে ভালবাসা
একটিও মাছি বসেনি
বেহুলা নক্ষত্র আলো এসে
জোছনা বসন হয়ে আছে

এ প্রাণ বয়ে যায় অমরার দেশে...

Comments

Popular posts from this blog

মহায়ণ

মরণ vs যৌনতা

আনা কড়া গন্ডা ক্রান্তি