23 January

[01/01 7:27 PM] ‪+91 70314 54851‬: বলা হলো অনেক কথা দেওয়ালে পোস্টারে আনাচে কানাচে, চুপিচুপি ।
কেন নেব বলতে পারিস, সত্যি কথাটা সহজে বলার, অকারণ অহরহ ঝুঁকি ?
ভালোবাসার মেঘের আয়ু, কি সত্যিই বড়ো মন্থর ?
আমার উপস্থ জুড়ে, জ্বালাধরা ছলোছলো জ্বর ।
যে কথা ফোটেনি কখনো আগে, তা কি বলবো এ বছর ?

- রাজেন্দ্র
[04/01 7:00 AM] ‪+91 70314 54851‬: মা'কে আমার বলেছি অনেকবার,
নেই ঈশ্বর তোমার ঠাকুরঘরে ।
ঈশ্বর আসলে হাবা এবং কালা,
পাবে কাঁচকলা আশীষ এবং বরে ।
তোমার ঠাকুর আছে ভুবনজুড়ে,
নেই ঘুমিয়ে তোমার ছোট্ট ঘরে ।
ডাকো যতই চোখের পাতা মুড়ে,
ধরবে না হাত বিপদ কিংবা ঝড়ে ।
তোমার ঈশ্বর চায়না ধূনো ধূপ,
চায়না চাদর দুধ মোমবাতি স্যূপ ।
তার চেয়ে নয় কাঙালী সেবা করো,
ভালোবাসা দিয়ে কান্নার জল ধরো ।
যতই ঢালো গয়না কাপড় ফলার,
গরীব ধনীর ফারাক কি যাবে ঘুচে ?
হত্যে দাও বা ছেড়েই দাওনা আহার,
চোখের জলটা কেউ কি দেবে মুছে ?
কাজ করলে ফল যে পেতেই হবে,
নেই সাথে তার জন্মান্তর যোগ ।
পাপ পূণ্য স্বর্গ নরক কোথায়,
কোথায় বিধির সুখ দুঃখের ভোগ ?
সবাই ডাকে কিছু পাওয়ার তালে,
আমি নাহয় নাই চাইলাম আর ।
জন্ম থেকেই আয়ুক্ষয় যে শুরু,
কোন্ পাথরে অমর হবো আর ?
যা কিছু সব এই ধরাতেই জেনো,
মনের ঘরেই জ্ঞানের প্রদীপ মেনো ।
ঈশ্বর তুমি কোথায় ঘুমিয়ে থাকো,
কোথায় তোমার স্বরূপ লুকিয়ে রাখো ?
পারো যদি মনে পরম আলো জ্বেলো,
ইচ্ছার রঙ প্রজাপতিসম মেলো ।
ধর্মস্থানে তোমাকে সবাই বাঁধে,
কেউ বলি দেয় কেউ নিরামিষ রাঁধে ।
যাগ যজ্ঞের তাবিজ কবচ মাদুলি,
ছুঁড়ে দেয় টাকা সিঁদুর মাখা আধুলি ।
জানি তুমি ভাই এসব আপদে নেই,
আছো তুমি শুধু কথার মায়াজালে ।
স্রষ্টা তুমি বিন্দাস্ আছো ভায়া,
রাজনীতিময় ক্ষমতা অন্তরালে ।
আবার মা'গো বলছি তোমায় শোনো,
শোনো মন দিয়ে বারবার শুধু শোনো ।
ঈশ্বর তুমি পাবেনা কোথাও খুঁজে,
কিছু ঠকবাজই তাদের স্বত্ত্ব জেনো ।
লিখে পড়ে ভেবে ঈশ্বর পাওনি,
প্রলাপের ঘোরে ঈশ্বর পাবেনা ।
মাথার ভার হাল্কা করবে চলো,
পাহাড় সাগর মরুভূমি ঝরণা ।
শক্তি পাবে যে কোনও কিছুর মূলে,
এর বাইরে বাকী আর সব ধোঁয়া ।
তার চেয়ে ভালো এসো আনন্দ করি,
খাই বিরিয়ানী ধোসা ইড্লি মোয়া ।

- রাজেন্দ্র
[23/01 7:30 AM] ‪+91 70314 54851‬: .
[23/01 7:32 AM] ‪+91 70314 54851‬: সেই সব উটেরা - রাজেন্দ্র ভট্টাচার্য্য

কলোনীতে আসে পাথুরে, পেশাহীন বুড়ো উট ।
অপদেবতার পিতৃত্বে চলেছে বেআব্রু আফগানী ।
কল্পনায় রূপান্তরের যোনি পিতৃত্বে অস্ফুট ।
বিশেষণ অব্য়য় ক্রিয়ায় অজাচার শয়তানী ।

মুক্তি নেই, উটের মুক্তি নেই ।
নেই তার বীরাচার ।
মহানিশা পরাভূত পৃথিবী, পেয়েছে কি অমৃতপাদ, ভ্রাম্যমান কদাচার ?
পেলোনা ইন্দ্রিয় বোধ উট, মাত্রাহীন মাত্রায় ।
ইচ্ছেপূরণ জাহাজ ভাসে চিল শকুন কব্জায় ।

নেই অনুষঙ্গ সম্পর্কের আবাসস্থলে, নেই বুনো ঔরস ।
নেই বৈধ অবৈধ তোষামোদী খানা ।
ছিব্ড়ে কাঁটায় নিরাময়, উদ্ভিদের ক্লোরোফিল জানে ।
নিরাত্মায় বৃথা পাপ, এতো জাহাজবন্দরও মানে ।
টলমাটাল পাখির ডানায়, কপট ঝাপট মারে বেমক্কা রজঃরস ।
উটের সংসারে ধোঁয়ার কুন্ডলী, দ্রাক্ষার রসে রিপুরাও অবশ ।

বুড়ো উট আনন্দে নীল, আগলে রাখছি আপাদমস্তক ।
বলা হয়েছে যৌনতা, বলা হয়েছে বৈধতা চুম্বক ।
গ্রহণযোগ্য নই, বলব না একথা আবেগে চরম দার্শনিক ।
কৌশলটি জানা, উটের মাস্তুলে বসেছি একলা নাবিক ।
আবেগে মথিত জীবন নাটকে, মুহূর্তেরা রহস্যময়ী ঢেউ ।
বালির চোরাটানে সভ্যতা ঘুমায়, জাগাতে পারেনি কেউ ।

উথলেছিল বালির ঢেউ, রহস্যে মূর্ত হয়ে ।
চমৎকার শরীরী উট, উড়ানে, বাঁশিতে ।
জীবনবাস্তবে না ভাবা, অস্তিত্বের প্রতিফলন ।
রাধারানীর ভালোবাসা মহাসুখলীলায় মুর্ছিত কিছুক্ষণ ।
প্রত্যক্ষ সহজধর্মের ডাকে, সংযোগী অতিন্দ্রিয়, বুনো উটের প্রহর ।
চুম্বন আলিঙ্গন নেই, তবু আয়ু তার সহস্র বছর ।

নেই ভান অকপট, নেই অজাচারী আত্মবিস্তার ।
নেই ঘিনঘিনে যৌনতা, নেই ধুস্তরী মায়া নিস্তার ।
ধাবিত হয়েছে বুনো উট, গন্ধে গন্ধে নবীন সন্ধ্যায় ।
দেখি বুঝি মানচিত্র রাধিকার, নির্মোহী কুৎসায় ।
/\
[23/01 7:33 AM] ‪+91 70314 54851‬: জর্জরিত বিকার, গুমরে উঠলো গুলিয়ে ।
অবসাদ বোধেরা, মেঘ পালকে ফুলিয়ে ।
মুঠোহাত শিথিল, টুকরো কথা দুমড়ে,
ছুঁড়ে ফেলি দালানে, কানটা রোজ মুচড়ে ।
আনি কুঁড়ো আবার, আধাঁর রূপোলী রাতে,
ভুলে টকে যাওয়া, মেখে ফেলা শেষ পাতে ।
খুঁটে ছিঁড়ি গুঁড়ানো, হেলায় গড়ানো শব্দ ।
কিশোর কাঁচা ভোরে, তারারা সবাই জব্দ ।
[23/01 7:35 AM] ‪+91 70314 54851‬: /\
আমার অলস রোদ মুড়েছে গা মেঘের চাদরে ।
ভালোবাসা গা মাখামাখি করে আলতো আদরে ।
- Rajendra
[23/01 7:36 AM] ‪+91 70314 54851‬: আমার রাধা @
রাধার মনে জমাট কালো ব্যথা,
রাতদিন স্তব্ধতায় নিশ্চুপ একা,
সে তো অনেক যুগ আগের কথা ।
দেহ মনে যোগিনীবালার অভাব,
বোঝেনি সংসারী চেতনাচ্ছন্ন মন ।
পায়নি তাকে নপুংসক আইহন
আদরে সোহাগে ভালোবাসায় ।
বোঝেনি অবুঝ স্বামী, পত্নী অভাবী
চেতনায় কি পায়, আর কি হারায় ।
- Rajendra
[23/01 7:38 AM] ‪+91 70314 54851‬: ইলিউশন্ - রাজেন্দ্র ভট্টাচার্য্য

জ্বালাপোড়া আধাবোঁজা চোখে, নেমে
আসে ঘুম, হাতে এঁটো ভাত মেখে ।
বিশেষ্য বিশেষণ সর্বণাম অব্যয় ক্রিয়া,
ভেসে আসে পশ্চিমের জানলা
ঠেলে । চাপা পড়ে ইঁদুরের আর্তনাদ,
মেঠো আলের গর্তে, শাঁখামুটি
নিঃশ্বাসে । মৃত গলা ভাসা দেহ
আটকায়, ডুবে ভাসা চরায়,
শকুনের তুষ্টির অপেক্ষায়, রাতভর ।
কুকুরেরা হুটোপুটি করে, গাল হাত
চাটে, ঘেয়ো প্ল্যাটফর্ম ভিখিরীর,
অকুন্ঠ সোহাগে । ঘর ভাঙা মাটি, ধুয়ে
ভেসে যায়, বাঁশিভাঙা বেহাগের সুরে ।
গভীর ইঁদারায় ঝাঁপিয়ে পড়ে মন, ভোর
রাতে সব ক্লেদ ভুলে ।
-
ইলিউশন্ - রাজেন্দ্র ভট্টাচার্য্য

সারাদিন ওড়ে ভাসে পার্থেনিয়াম রেণু,
ফুসফুস খুঁড়ে খুঁটে খায়, তিলে তিলে ।
নিকোটিন ধোঁয়া বুক ভরে টেনে রোজ,
পাতাখোর ডোবে অতল খাদের ঢালে ।
ঝিম্ মেরে গোঁজ খাওয়া ছেলেটা, শুয়ে
যায় নর্দমার পাড়ে, আঙুল ডুবিয়ে,
চেখে নেয় চোরা কালো জল, একবুক
মোহে । রোজ এই গল্প, ঘুরে ফিরে
আসে, বাজপোড়া বটতলায়,
অমাবস্যায়, ক্যালেন্ডার ছেঁড়া রাতে ।
-
ইলিউশন্ - রাজেন্দ্র ভট্টাচার্য্য

রাতভোর কুয়াশা মেখে, শুয়েছিলো
কাঁথাছেঁড়া বুড়ি, বাসস্ট্যান্ড মোড়ে ।
পাকস্থলী নাড়িভুঁড়ি, পাক্ খেয়ে
কুঁকড়ে ছিল, আধাখাওয়া, ডাস্টবিন
তোলা, অখাদ্য কুড়ানি যন্ত্রণায় ।
শুকিয়ে কাঠ হওয়া, মড়া দেহ পেয়ে,
লাফাচ্ছিল বস্তির দাদারা । পুঁটুলি
বালিশে, নোটের বান্ডিল পেয়েছিল,
জনৈক কোন্ ছোঁড়া । এখন সে লটারি
কাটতে গেছে ।
-
ইলিউশন্ - রাজেন্দ্র ভট্টাচার্য্য

ব্যারিস্তার কাঁচঘেরা ঘরে মুখোমুখি,
জোড়া জোড়া সারি । চোখে মায়া,
মুখে ধোঁয়া, হাতে আধখাওয়া কফি
মগ । টেবিলে ট্রে টিসু টুকিটাকি,
মারে ঝুঁকিহীন নির্বিষ উঁকি । পুলিশি
অভিভাবকত্ব, চাঁদাতোলা আঞ্চলিক
দাদারাও হাওয়া পশ্চিমী কেতায় ।
নেই বোরখা, নেই ঘোমটা, নেই
হাঁপওঠা হাঁসফাঁস মৌলভী ফতোয়ায় ।
আয় তোরা, সনাতনী অন্ধরা, বুকে
পাথর চেপে, কফি আড্ডার দরগায় ।
এসে তোরা চেখে যা, অমসৃণ চুমু
মাখা, ঠোঁট চাটা কফি, আর দেখে যা
আঙুলের ধরাধরি, এল্.ই.ডি. পর্দায় ।
-
ইলিউশন্ - রাজেন্দ্র ভট্টাচার্য্য

কে জিতল শেষমেষ, কেই বা হারল?
বোকাবাক্স, গ্যালারি দর্শক, নাকি নাট্য
পরিচালক কর্মকর্তার বিনিয়োগ, নাকি
সত্যিকার খেলা? বিনিয়োগি ব্যবসায়,
খেলোয়াড় কেনাবেচা আর নিলামের
মুনাফা, গুনে চলেছে কিছু হাত । বাকি
হাতে শুধুই তালি, আবেগি আস্ফালন
আর ক্ষুরধার গালি । উৎসব খেলায়
বিপননে, মেতেছে সারা দেশ । শুধু
তালি দিতে শেখেনি কিছু হাত, যারা
ভোর রাতে, আস্তাকুঁড়ে খোঁজে, ছুঁড়ে
ফেলা অতিরিক্ত খাবারের কণা । যারা
ভাঙে উইঢিবি, ভাঙে পিঁপড়ের ঘর ।
পরম আয়েসে খায় ভাতের মাড়, গেঁড়ি
গুগলির সাথে গোগ্রাসে । রাতের
আলোয় খুঁজে ফেরে সোনার ব্যাঙ ।
স্টেডিয়ামের মায়াবী আলোয়, লাফানো
স্বল্পবসনারাও পায়, লেন্সের লোভী
ফোকাস্ । বঞ্চিত শুধু বস্তার,
কালাহান্ডি, আমলাশোলের হাঘরে
হাভাতে, জিরজিরে হাড়, কাঙালী
কালীর দল । আমরা করবো, লড়বো,
জিতবো কবে, জানিনা । তবে হারছি
আমরা রোজ । শিখে ফেলেছি আপোস
করা, মেনে নেওয়া আর নত মাথায়
মোবাইলে ঝুঁকে গেম্ খেলা, এককোষী
অমেরুদন্ডীর মতো । ব্র্যান্ড আমাদের
মোক্ষ, ভার্চুহীন ভার্চুয়ালেই ঝরঝরে
আমাদের ভবিষ্যৎ ।
[23/01 7:40 AM] ‪+91 70314 54851‬: /\
ঈশ্বর এখন ঘুড়ি কাটা লাটাই,
ঘুড়িওয়ালা ভায়া আকাশ বেচে কেনে ।
পূর্ণিমাতে জ্যোৎস্না চেরে কানাই,
খয়াটে চাঁদের তৃষা অসহিষ্ণুতা মেনে ।
- Rajendra
[23/01 7:40 AM] ‪+91 70314 54851‬: ঈশ্বর নাকি বোবা এবং কালা,
ইদানিং শুনি অন্ধও হয়েছেন ।
ভেটে চড়ছে রক্তমাখা মালা,
ভীমরতিতে স্মৃতিও খুইয়েছেন ।
আমরা সবাই ভয়ের চাপে জুজু,
পূণ্যলোভে শাস্ত্র মানতে চাই ।
হূরপরীরা স্বপ্নে সোহাগ ঢালে,
আফিম টেনে স্বর্গে চড়ে যাই ।
- রাজেন্দ্র
[23/01 7:42 AM] ‪+91 70314 54851‬: /\
এক দম্ কুয়াশা রোজ জমে বুকে,
নিঃশ্বাসে ঝরে বিষমাখা চেতনা ।
বন্ধুরা শত্রু হয় রাতের অসুখে,
থিতিয়ে তলিয়ে যায় সম্পর্ক ঠিকানা ।
- Rajendra
[23/01 7:45 AM] ‪+91 70314 54851‬: /\
একজন বিশুদ্ধ ইতর খুঁজে দিতে
পারো, চুমু খেতে ভালোবাসে যে
আবেগঘন বিবেকে ।
/\
[23/01 7:49 AM] ‪+91 70314 54851‬: /\
উষ্ণতায় সেঁকে নে স্বপ্ন যত
তোর, আর কত চাপ নিবি ব্যস্ত
শহর ?
নিঃশ্বাস আসে ধরে, কাটেনা
প্রহর । আর কত খাবি ঝাঁঝ, অভাগী
শহর ?
খুবলে সবুজ খায়, কংক্রিট
বহর । দিনে পোড়ে, রাতে ভাসে বস্তি নগর ।
পথশিশু ভিখারীও খোঁজে
অবসর । মানে যশে ফুচকা চপে আমার শহর ।
- Rajendra
[23/01 7:53 AM] ‪+91 70314 54851‬: একদিন আকাশকে বললাম,
"আগুন কই" ?
আকাশ শোনেনি ।
ঢেলেছিলো গামলা গামলা জল,
মেঘ উপুড় করে ।
[23/01 7:57 AM] ‪+91 70314 54851‬: একদিন আকাশকে বললাম,
"আগুন কই ?
কই তোর দধীচির অমোঘ ?"
আকাশ শোনেনি ।
ঢেলেদিলো গামলা গামলা জল,
উপস্থ উপুড় করে ।

- রাজেন্দ্র
[23/01 8:00 AM] ‪+91 70314 54851‬: /\
এখনো আছি বেঁচে, আশ্চর্য এক
ছন্নছাড়া দ্বীপে । সেই মেষ শাবকের
মতো, গায়ে পায়ে যার, নেকড়ের
দাঁত নখের ক্ষত । চুপি চুপি উঁকি
দেওয়া, ভ্যাংচানো চন্দ্রবিন্দু
মুখে, কতনা ছাগল দাড়ি বিলি কাটা,
প্রেমার্ত মুখ, থালা ভরা জলে,
আন্তাক্ষরি খেলে, সারহীন দেহে ।
এখনো আছি বেঁচে, আশ্চর্য এক
ছন্নছাড়া গলিতে, নিরুপায় শর্বরীর
মতো, চরম কামনার পরমরতিতে ।
উদ্ধত বুকে দোলা চাঁদ খাবি খায়,
অনাবিল বাষ্পীয় সোহাগে, বোকা
পাঁঠা সুখী কল্পনায় । অভাবে নষ্ট
হওয়া স্বভাব তখনো খোঁজে
স্বর্গপথের পিছল সিঁড়ি,
হড়কে পড়েও যে হারতে জানেনা ।
- Rajendra
[23/01 8:20 AM] ‪+91 70314 54851‬: /\
কাশির দমকে, শব্দ যাচ্ছে ছুটে ।
অব্যয় যত, ভাঙছি খুঁটে খুঁটে ।
শ্বাসের টানে, বাতাসটা বেশ ভারি ।
ভোরের কুয়াশা, তোর সঙ্গে আড়ি ।
- Rajendra
[23/01 8:21 AM] ‪+91 70314 54851‬: /\
কোজাগরী হুতোমী ফ্যাশানে,
নাড়ে মাথা আচার্য্যি পন্ডিত ।
টিকি নড়ে বাক্ঝড়ে, তবু
টাকা ওড়ে কই ?
একনলা ধরে, দানা ঠাসে
হাতকাটা পঞ্চা, অবহেলে বিন্দাস্ ।
জনাদুই বাঁশে বেওয়ারিশ টানে ..
"বলো হরি" ..
ওড়ে খই ।
- Rajendra
[23/01 8:22 AM] ‪+91 70314 54851‬: /\
শুকনো এঁটো ভালোবাসা,
বাসি পান্তার লোভে,
চিটচিটে রস হাতড়ে ফেরে,
দলা পাকানো, আটকানো গলায় ।
আহত অসুখে, চোখফোলা
পাতা ভেজে, পাঁজর ভাঙা, হাড়
জিরজিরে অমাবস্যায় ।
আঙুল, রুমাল, চাদর,
বালিশের খুঁট মানে হার,
ঠোঁট কামড়ানো,
অবাধ্য ভালোবাসায় ।
স্মৃতির ল্যাপটানো কাজল,
আবছা দাগ গেছে ফেলে,
ভাঙা ল্যাপটপ,
ছেঁড়া তানপুরা জলসায় ।
- Rajendra
[23/01 8:24 AM] ‪+91 70314 54851‬: ছড়া'য় ছড়ায় -

এক'পা হাঁটি, দুই'পা ঘাঁটি ।
উন্নয়নের নক্সা কাটি ।

উঠলে উপর, একলা শোক ।
নামালে নীচে, দলের লোক ।

একটা মানুষ, একটা ঢেউ ।
সমুদ্রে আজ, ঘুমাইনি কেউ ।

আমার দেহ, তোমার মন ।
বাসছে ভালো সর্বক্ষণ ।

উন্নয়নী ধারাপাত,
মিথ্যে দিন, সত্যি রাত ।

পলকে পালক, স্বপ্ন ঘোর,
নেশার আদরে, মিথ্যে ভোর ।

কাঁচের ধূলোয় আঁচড় দাও ।
হাতের মুঠোয় গুছিয়ে নাও ।

পাথরে ঠোকা ফুলকি কণা, আকাশে বাতাসে ওড়ে ।
আনাচ কানাচে চরকি কাটা, নেশার আদিম ঘোরে ।

শব্দ ভারে, জব্দ হই ।
পদ্যে আছি, গদ্যে নই ।
১০
যেতেই হবে, কোথায় যাই ?
হারানো সুর, কুড়িয়ে পাই ।
১১
ঘুমের ঘোরে, স্বপ্ন লুটি ।
টিনের ঘরে, ছেঁড়া রুটি ।
১২
এসো সখা, স্বপ্নে এসো ।
ভালোবেসে, মনে মেশো ।
১৩
শীতের ওমে ভালোবাসি ।
আয় বুকে আয় সর্বনাশী ।
১৪
সখী তুমি কোথায় সুখী,
ভালোবেসেই মন দুখী ।
১৫
বিরহসঙ্গে তোমাকে চাই,
ভালোবাসতেও ভয় পাই ।
১৬
গভীর রাতে সঙ্গোপন ।
তোমার ঠোঁটে ইস্কাপন ।
১৭
ভালোবেসে জড়িয়ে ধরো ।
বুকে চেপে সোহাগ করো ।
১৮
পলাশিয়া লাল হলুদ ফাগুন ।
বুক ধড়ফড় জ্বলছে আগুন ।
১৯
তারা বিপ্লবে মিট্মিটে হাসি মুখ ।
কাস্তে হাতুড়ি হারিয়েছে সব সুখ ।
- Rajendra
[23/01 8:28 AM] ‪+91 70314 54851‬: দাঁতের ফাঁকে লট্কে থাকা টুকরো মাংসের মত সেঁটে গেছে বাসি ভালোলাগা ।
সেভেন্টি দিয়ে কুলকুচি মেরে গালের ব্যাথা সেঁধিয়েছে তলপেটের কোণে ।
তবুও বেয়াদপ চুলকুনি সারানো কাঁচা বাংলার মলমে নরম করছি বেওয়ারিশ মন ।
আর গোঁজামিল গাঁজাখুরি মেরে চুলকাবো কতক্ষণ ?
- Rajendra
[23/01 8:28 AM] ‪+91 70314 54851‬: হাওয়াই চটির ফট্ফট্ তালে, উঠে আসা ছিটে কাদার মত, সেঁটে বসে প্যান্টের ফোল্ডিং ভাঁজে, ভালোবাসাবাসির উচ্ছিষ্ট যত ।

ছেঁড়া ফাটা ডেনিমে, সেটিংয়ে আটকা পড়ে ভালোবাসা দানা, খাবি খাওয়া ডিটারজেন্ট জলে, মেশিনী থাপ্পড়ে নিরুপায় হার মানা ।

- রাজেন্দ্র
[23/01 8:46 AM] ‪+91 70314 54851‬: দেখলে তোমায় কেমন করে মন ।
জানিনা কেন এই মায়াবী বন্ধন ?
খুঁজি ভীড়মাঝে, কোথায় আছো এখন ?
জানি বহুদূর তুমি, তবু ভাবি প্রিয়জন ।
- Rajendra
[23/01 8:48 AM] ‪+91 70314 54851‬: পড়ন্ত সূর্য দিয়ে যায় শেষ চুমু দিগন্তের গায়ে ।
এখন শুধুই গাঢ় অন্ধকার, মুখোমুখি বসবার, পিদিমের ছায়ে ।
আকাশের গায়ে, নুনভাত মাখা কুচো তারা, মিটিমিটি হাসে যারা, মাঝি মাল্লা নায়ে ।
বসে ঘেমে দিন সারা, ভিক্ষাহীন সর্বহারা, বেঁচে আছে সামাজিক দায়ে ।
[23/01 8:49 AM] ‪+91 70314 54851‬: /\
[23/01 8:52 AM] ‪+91 70314 54851‬: /\
পাথুরে তারা চাইনি হতে, তারাও কখনো নয় । জানি অনেকে ভাবেনা ভালো, মন জুড়ে সংশয় ।
- Rajendra
[23/01 8:53 AM] ‪+91 70314 54851‬: /\
বিলীয়মান বর্ণচ্ছটায় মিশছে অক্ষর,
শব্দ ভাষা সময়ের অনুভূতি দোলায় ।
ভালোবাসার মিথ্যে গল্পগুলো সব,
হয়ে ওঠে সত্যি, বিবর্ণ রঙ গোলায় ।
- Rajendra
[23/01 9:17 AM] ‪+91 70314 54851‬: /\
স্বপ্নরা চলে, বুকে হেঁটে ফেরে দিনরাত । ভালোবাসা খুঁড়ে, কবর উপড়ে উৎখাত । তবু গোলাপটা রক্তে ভেসেছে রাতদিন । মড়া পচে গলে, ভালোবাসা ঝরে সঙ্গীন । অঘোরী সাধনে, প্রসাদের বাসি গন্ধ । হাড় জিরজিরে, অভাবের দান বন্ধ । দেবী ভেটে চায়, রক্তবলির আয়োজন । দেওয়া নেওয়াতেই, ভক্তের মেটে প্রয়োজন । তবু ভালোবাসা, মরে বুক চেপে গুমরে । ফুসফুস চেপে, আসে নিঃশ্বাস চুমরে । এসো করি গড়, নই কেউ পর, দেই ভালোবাসা বিলিয়ে । নষ্ট ছেলের কষ্টে বাঁচা, কেউ কি দেবে ভুলিয়ে ?
- Rajendra

Comments

Popular posts from this blog

মহায়ণ

মরণ vs যৌনতা

আনা কড়া গন্ডা ক্রান্তি