23. jan

[23/01 8:28 AM] ‪+91 70314 54851‬: দাঁতের ফাঁকে লট্কে থাকা টুকরো মাংসের মত সেঁটে গেছে বাসি ভালোলাগা ।
সেভেন্টি দিয়ে কুলকুচি মেরে গালের ব্যাথা সেঁধিয়েছে তলপেটের কোণে ।
তবুও বেয়াদপ চুলকুনি সারানো কাঁচা বাংলার মলমে নরম করছি বেওয়ারিশ মন ।
আর গোঁজামিল গাঁজাখুরি মেরে চুলকাবো কতক্ষণ ?
- Rajendra
[23/01 8:28 AM] ‪+91 70314 54851‬: হাওয়াই চটির ফট্ফট্ তালে, উঠে আসা ছিটে কাদার মত, সেঁটে বসে প্যান্টের ফোল্ডিং ভাঁজে, ভালোবাসাবাসির উচ্ছিষ্ট যত ।

ছেঁড়া ফাটা ডেনিমে, সেটিংয়ে আটকা পড়ে ভালোবাসা দানা, খাবি খাওয়া ডিটারজেন্ট জলে, মেশিনী থাপ্পড়ে নিরুপায় হার মানা ।

- রাজেন্দ্র
[23/01 8:46 AM] ‪+91 70314 54851‬: দেখলে তোমায় কেমন করে মন ।
জানিনা কেন এই মায়াবী বন্ধন ?
খুঁজি ভীড়মাঝে, কোথায় আছো এখন ?
জানি বহুদূর তুমি, তবু ভাবি প্রিয়জন ।
- Rajendra
[23/01 8:48 AM] ‪+91 70314 54851‬: পড়ন্ত সূর্য দিয়ে যায় শেষ চুমু দিগন্তের গায়ে ।
এখন শুধুই গাঢ় অন্ধকার, মুখোমুখি বসবার, পিদিমের ছায়ে ।
আকাশের গায়ে, নুনভাত মাখা কুচো তারা, মিটিমিটি হাসে যারা, মাঝি মাল্লা নায়ে ।
বসে ঘেমে দিন সারা, ভিক্ষাহীন সর্বহারা, বেঁচে আছে সামাজিক দায়ে ।
[23/01 8:52 AM] ‪+91 70314 54851‬: /\
পাথুরে তারা চাইনি হতে, তারাও কখনো নয় । জানি অনেকে ভাবেনা ভালো, মন জুড়ে সংশয় ।
- Rajendra
[23/01 8:53 AM] ‪+91 70314 54851‬: /\
বিলীয়মান বর্ণচ্ছটায় মিশছে অক্ষর,
শব্দ ভাষা সময়ের অনুভূতি দোলায় ।
ভালোবাসার মিথ্যে গল্পগুলো সব,
হয়ে ওঠে সত্যি, বিবর্ণ রঙ গোলায় ।
- Rajendra
[23/01 9:17 AM] ‪+91 70314 54851‬: /\
স্বপ্নরা চলে, বুকে হেঁটে ফেরে দিনরাত । ভালোবাসা খুঁড়ে, কবর উপড়ে উৎখাত । তবু গোলাপটা রক্তে ভেসেছে রাতদিন । মড়া পচে গলে, ভালোবাসা ঝরে সঙ্গীন । অঘোরী সাধনে, প্রসাদের বাসি গন্ধ । হাড় জিরজিরে, অভাবের দান বন্ধ । দেবী ভেটে চায়, রক্তবলির আয়োজন । দেওয়া নেওয়াতেই, ভক্তের মেটে প্রয়োজন । তবু ভালোবাসা, মরে বুক চেপে গুমরে । ফুসফুস চেপে, আসে নিঃশ্বাস চুমরে । এসো করি গড়, নই কেউ পর, দেই ভালোবাসা বিলিয়ে । নষ্ট ছেলের কষ্টে বাঁচা, কেউ কি দেবে ভুলিয়ে ?
- Rajendra
[23/01 10:04 AM] ‪+91 70314 54851‬: মগা নক্ষত্রে এলেন বাৎস্যায়ন ভোর রাতে, সপাটে এক চড় ঠেসে মধ্যমা দেখালেন আনন্দবাজার বিজ্ঞাপনে । বললেন, "পড়তে হয় । নয়তো অ্যা করে পিছন মুছতে হয় । চোষট্টি কলাও শিখতে হয় । নইলে জাপানী তেলে নাইতে হয়" ।
[23/01 10:05 AM] ‪+91 70314 54851‬: /\
মুছে দিলে সব অঙ্গ প্রত্যঙ্গ,
বেড়াব ভেসে নৌকার মত ।
মোমেরা ঝরে পড়বে গলে
ভরবে পুকুর, ছাঁচের ক্ষত ।
- Rajendra
[23/01 10:07 AM] ‪+91 70314 54851‬: /\
রেল লাইনের ধারে, আলুথালু বসে থাকা দিনভর, যেন কেউ, ভার বয়ে চলে শবের উপর ।
টাটকা মাংসের মত জেগে থাকে, কাটা বেনামী মুহূর্তেরা, দল বেঁধে হাজার বছর ।
প্রেত জাগা ভয়, সাঁঝের ফাঁকে করে ভর, জোনাকির মায়াবী আলোয় কাটে অবসর ।
তবুও মেখে থাকে সুখেরা, হাতের এঁটোয়, তালুবন্দী, মাটির সরায় অজানা প্রহর ।
- Rajendra
[23/01 10:36 AM] ‪+91 70314 54851‬: ভাবছি, এখন থেকে কেবলমাত্র আপডেটেড কবিতারই চর্চা ও আলোচনা করব। অন্য কিছু নয়।
এই ‘অন্য কিছু’-র মানে অন্ত্যমিল-ছন্দমিল-আবেগ-চটক-গিমিক-নির্ভর রসগোল্লা-লেডিগেনি-তেলেভাজা মার্কা কবিতা।
আমি মনে করি সে সব গতশতাব্দীর কবিতা ।
আমি মনে করি আপডেটেট কবিতার চর্চা ও আলোচনাই  একজন  কবির  কাজ ।
এটা সত্যিই যে এখনকার অনেক কবি সস্তা আবেগকে নিয়ে ভুড়ি ভুড়ি কবিতা লিখছেন । আমিও ব্যাতিক্রম হতে পারিনি ।
আমি বলব ঐধরনের লেখার প্রতি মোহ আমরা যত জলদি কাটাতে পারব ততই আমাদের উৎকর্ষতা বাড়বে ।
একজন লেখক কে মাথায় রাখা উচিৎ তিনি যা লিখছেন তা অনেকের চোখেই পড়ছে । তাতে যারা নতুন লেখা শুরু করছে তাদের মাথায় এটা বদ্ধমূল হবে যে ঐ সস্তা আবেগটাই আসল লেখা !!
[23/01 11:26 AM] ‪+91 70314 54851‬: আবেগের জল শিশিরবিন্দু নাকি
বুদ্ধি ঘাঁটানো ফোঁটা - এ নিয়ে
বোদ্ধারা বোধি বিনিময়ে ব্যস্ত ।
বাকি রইলো শুধু মিডিয়ার
দই-চিঁড়ে ভোগ বিতরণ ।
শুনলাম অহল্যারা সব
ফসিল হয়ে যাচ্ছে ।

- রাজেন্দ্র / ২৩.০১.২০১৬

Comments

Popular posts from this blog

মহায়ণ

মরণ vs যৌনতা

আনা কড়া গন্ডা ক্রান্তি