Updated Poem Writing
ভাবছি, এখন থেকে কেবলমাত্র আপডেটেড কবিতারই চর্চা ও আলোচনা করব। অন্য কিছু নয়।
এই ‘অন্য কিছু’-র মানে অন্ত্যমিল-ছন্দমিল-আবেগ-চটক-গিমিক-নির্ভর রসগোল্লা-লেডিগেনি-তেলেভাজা মার্কা কবিতা।
আমি মনে করি সে সব গতশতাব্দীর কবিতা ।
আমি মনে করি আপডেটেট কবিতার চর্চা ও আলোচনাই একজন কবির কাজ ।
এটা সত্যিই যে এখনকার অনেক কবি সস্তা আবেগকে নিয়ে ভুড়ি ভুড়ি কবিতা লিখছেন । আমিও ব্যাতিক্রম হতে পারিনি ।
আমি বলব ঐধরনের লেখার প্রতি মোহ আমরা যত জলদি কাটাতে পারব ততই আমাদের উৎকর্ষতা বাড়বে ।
একজন লেখক কে মাথায় রাখা উচিৎ তিনি যা লিখছেন তা অনেকের চোখেই পড়ছে । তাতে যারা নতুন লেখা শুরু করছে তাদের মাথায় এটা বদ্ধমূল হবে যে ঐ সস্তা আবেগটাই আসল লেখা !!
Comments