23.01.16


আবেগের জল শিশিরবিন্দু,
নাকি বুদ্ধি ঘাঁটানো ঘামের ফোঁটা,
এ নিয়ে বোদ্ধারা ব্যস্ত বোধি বিনিময়ে ।
বাকি শুধু মিডিয়ার
দই-চিঁড়ে ভোগের প্যাকেট বেচা ।
আজকাল ফসল কাটা অহল্যারা
নাকি সবাই ফসিল হয়ে যাচ্ছে ।

ছৌয়ের মুখোশ খসেছিলো মাঝরাতে ।
পেতেছিল দুই হাতে আলোর কুসুম,
মধ্যবিত্যের বৃত্ত ভেঙে ।

মেঘের আবির্ভাব চেনা যায়,
রোদের হলুদ খেলার পর ।

আমপাতার কাজল লেপ্টে গেছিলো
অন্তরীপের সজলতায়, শেষ বেলায় ।

প্রতিবাদী কৃমিরা গুহ্যদ্বারে
সুড়সুড়ি দিচ্ছে তাড়ির তাড়নায়,
মাছিদের ভন্ভন্ যাতনায় ।

- রাজেন্দ্র / ২৩.০১.২০১৬

Comments

Popular posts from this blog

মহায়ণ

মরণ vs যৌনতা

আনা কড়া গন্ডা ক্রান্তি