পর্ণমচী

পর্ণমোচী
""""""""""""
মৃতপ্রায় বিবর্ণ
উৎকন্ঠাহীন পর্ণমোচীর মতো

শিশির মেখে ঝরে পড়ে
ঋতুকালীন বিষণ্ণ হতাশারা

আসন্ন মেঘের আল্পনায় ।

রূপকথার নবজন্ম লোভে
ভালোবেসে ফুটে ওঠে ফুল

রেণুমাখা পাপড়ির ভাঁজে

সুবাসিত কাজল রাত কল্পনায়

আর
গতানুগতিক
লাঞ্ছিত ভালোবাসার

স্বপ্ন সোহাগ বুনেও

ঘুমিয়ে পড়েন ঈশ্বরী আমার
বুনো হাঁস পালকের ওমে ।

© রাজেন্দ্র

Comments

Popular posts from this blog

মহায়ণ

মরণ vs যৌনতা

আনা কড়া গন্ডা ক্রান্তি