কাজের ফাঁকে
কাজের ফাঁকে একটু অবসরে,
লোনা সমুদ্র হাওয়া বুকের পাঁজর ভরে ___
সে তুমি নিতেই পারো ।
বুকের পাঁজরও তোমার
আর তোমার মুঠোয়
পড়ে থাকা একলা সময়ও ।
আর আমিও একদিন, গোলাপ লাল রাতের মরূদ্যানে, শিশির হয়ে, জমাট বেঁধে মিশে যাব, ঝরে পড়া শুকনো পাতার শিরায় উপশিরায়, বাগানের কোণে অবহেলায়, মাটির বাষ্প ছেড়ে, মেঘের দেশে ___
যেখানে রামধনুও অবলীলায়,
পাহাড়ী ঝোরার কোলে, সবুজ হলুদ শ্যাওলায় মেশে ।
© রাজেন্দ্র
Comments