কথা শহরের কথক ঠাকুর - চার

(চার)

এই হেন শিক্ষিত সংস্কৃতিসম্পন্ন বাড়িতেও প্রচন্ডরকম পরিমানে গোঁড়ামির বদ্ধ বাতাবরণ প্রকটভাবে অবস্থান করত । আমার দাদু ঠাকুরমা কখনোই, কোনও অবস্থাতেই, কোন অব্রাহ্মণের হাতের ছোঁয়া খাবার ও জল স্পর্শ করতেন না । তাঁরা ছিলেন ভীষণভাবে ছুঁৎমার্গীয় সম্প্রদায়ের । গীতা আর বেদে যে জাতীয় শুদ্ধাচারী ব্রহ্মজ্ঞান সম্পন্ন ব্রাহ্মণের কথা বলা হয়েছে, তার ধারেকাছে দিয়েও তারা বিচার করতেন না । তারা জন্মসূত্রে প্রাপ্ত যজ্ঞোপবীত বা পৈতে ধারণকারীদের কেই

Comments

Popular posts from this blog

মহায়ণ

মরণ vs যৌনতা

আনা কড়া গন্ডা ক্রান্তি