অমলতাস
তাসের দেশে রোদ্দুর সেজে
মুখ লুকিয়ে সুঁচের ঘরে
বসে থাকে অমলতাস
চড়াই ঘুঘুর ডাকে
দুলতে থাকা একটানা
নিম পলাশী হাওয়ায়
সব্জীওয়ালার
টেনে চলা গাড়ির
তিন চাকায়
ক্রমশঃ ঠান্ডা হতে থাকা
ভাতের উপর ভাসমান
আলগা ধোঁয়ায়
একটু একটু করে বাড়তে থাকা
নিটোল নিষ্পাপ চুমু
আর পেয়ালায় চুমুকের নেশায়
কুয়াশার মত ধীরপায়ে
জমতে থাকে সহবাসের ঘোর
চোখের পলক ভারী হয়ে এলে
জিভের স্বাদকোরক কোষে
জল ভরে এলে
শুকিয়ে আসা গলার নলি
এক চিলতে কেটে গেলে
চারপাশের ঘুরপাকে
ঘুরতে থাকে
আড়ষ্ট আবিষ্ট জমাট
ধূলোর ঘ্রাণ
আর
দিক বদলে যেতে থাকে
একে একে সব সীমানার
চোরাবালির অচেনা অন্ধকারে
- রাজেন্দ্র
(ছবি সৌজন্য - ইন্টারনেট)
১৪ | ০৩ | ২০১৮
Comments