Alexander

*তিনটা ইচ্ছা*

মৃত্যুশয্যায় গ্রিক মহাবীর আলেকজান্ডার তার
সেনাপতিদের ডেকে বলেছিলেন, মারা যাওয়ার পর
আমার তিনটা ইচ্ছা তোমরা পূরণ করবে।

★ *প্রথম ইচ্ছেঃ*
শুধু চিকিৎসকরাই আমার কফিন বহন করবে।

★ *২য় ইচ্ছেঃ*
কফিন যে পথ দিয়ে যাবে, সে পথে আমার অর্জিত
সোনা ও রুপা সব ছড়িয়ে দেবে।

★ *আর শেষ ইচ্ছেঃ*
কফিন বহনের সময় আমার দুই হাত কফিনের বাইরে
ঝুলিয়ে রাখবে।'

এক সেনাপতি তখন তাঁর এই বিচিত্র ইচ্ছের কারণ নিয়ে প্রশ্ন করলে, দীর্ঘশ্বাস ফেলে আলেকজান্ডার উত্তর
দিয়েছিলেন, 'আমি দুনিয়ার সামনে ৩টি শিক্ষা রেখে
যেতে চাই।

★ চিকিৎসকদের কফিন বহন করতে বলেছি, যাতে লোকে বুঝতে পারে যে এরা ক্ষমতাহীন, মৃত্যুর আমোঘ থাবা
থেকে আদৌ তারা কোনো মানুষকেই রক্ষা করতে পারেনা।

★ সোনা-দানা ছড়িয়ে দিতে বলেছি, কারণ এর একটা কণাও আমি সঙ্গে নিতে পারছিনা। অথচ এসব অর্জণে
পুরো জীবনটাই ব্যয় করেছি, মানুষ বুঝুক এর পেছনে দৌড়ানো মানে শুধুই সময়ের অপচয়।

★ কফিনের বাইরে আমার হাত ছড়িয়ে রাখতে বলেছি এ
জন্য যে, পৃথিবীতে খালি হাতে এসেছিলাম...ফিরে
যাচ্ছি আবার খালি হাতেই......

Comments

Popular posts from this blog

মহায়ণ

মরণ vs যৌনতা

আনা কড়া গন্ডা ক্রান্তি