বুদ্ধিজীবী আঁতেল

ভাঙা ভাঁড়ের তলানিতে পড়ে আছে
আমার আজন্ম তাড়িত
হারিয়ে যাওয়া বাঙালীয়ানা

সেই ওপার বাংলার
নদী মাঠ ঘাট বন বাদাড় ডিঙিয়ে
রেলগাড়ি বাসরাস্তা পেরিয়ে
এপারে এসে গেঁড়ে বসেছি
কোনও এক ঝড় বাদলের রাতে
অনেক বছর আগে

কমরেডি ভাবনায় বদলেছি দাঁতন
ভাষার টান নিজের মান
ভোটব্যাঙ্কের বাক্সের টানে

হয়তো এখানে আমরা সবাই
এখন ভাই ভাই

তবে মাঝে মাঝেই কেউ না কেউ
এখনো হয়ে চলি জবাই
ধূলাগড়ি তেহট্টের জিহাদের নামে

সর্বহারাদের নামে আজকাল
সব হারানোর বড়ো ভয় হয়

কখনো কখনো মনে হয়
আবার কি আসছে ফিরে
পুরানো সেই সময়

আবারও কি কখনো মনে হতে পারে
এই দেশের মাটিও আর আমার নয়

এখন চারপাশে দেখি অনেক বিভীষণ

দেশভক্তি শিকেয় তুলে
এখন শুধুই জেহাদী শক্তির তোষণ

বাঙলাও কি তবে এবার
ভূস্বর্গ হয়ে যাবে

ওদের পন্ডিতদের মতো
ঘটি মাটি বাটি ফেলে
দলে দলে আবার পালাবে

জমির দখল মাটির লড়াই আর
ভাষা সংস্কৃতির আজন্ম লালিত অধিকার

সব কি ক্ষত্রিয় রামচন্দ্র আর
গোয়ালা কেষ্ট ঠাকুর নিয়ে যাবে

সত্যি কমরেড __
ভাবনারা আজ বড়োই বেআক্কেল

ভালো থাক ওপার থেকে পালিয়ে আসা
বাঙালীর জাতভাই বুদ্ধিজীবী আঁতেল

© রা জে ন্দ্র  / 26.12.2017

Comments

Popular posts from this blog

মহায়ণ

মরণ vs যৌনতা

আনা কড়া গন্ডা ক্রান্তি