অসহিষ্ণু ------ স্টেডিয়ামের সবুজ ঘাসের বুকে যেই খেলা এখন আর জমে না আজকাল তাও উঠছে জমে ভাবনার এক চিলতে কোণে এখনো দুঃস্বপ্নে ভেসে ওঠে সবুজ পতাকা আর দেশভাগের "পাকিস্তান" মনে মনে ...
কিছু ভাবনা - কিছু শব্দ @ রাজেন্দ্র -------------------------- কবিতা ব্যাপারটাই আমার কাছে ভারী গোলমেলে একটা ব্যাপার । ছোটবেলা থেকেই যেগুলো পড়ে বড়ো হয়েছি, সেগুলো হয় ছন্দে মিল নয় অন্ত্যে মিল নয়তো দ...