তুমি যে আমার কে
তুমি যে আমার কে
তা জানে একমাত্র নীলকন্ঠ পাখি
রোজ ও জানলার ধারে এসে বসে
তোমার অগোছালো স্বপ্নের কথা
নিজের মতোন করে বলে চলে
ডানার ঝাপটে লাগায় হাওয়া
তোমার ভেজা খোলা চুলে
পাড়ভাঙা কাশফুলের দোলায়
অপার্থিব কোজাগরী জোছনায়
যখন তুমি সমস্ত দিনের শেষে
এসে চুপ করে বসো আনমনা
আমার খোলা ভাঙা বারান্দায়
পড়ন্ত রোদ মেখে ঠোঁটের
লালচে তিলে
আমার ঘুমন্ত চোখের পাতায়
টুপ্ করে ফেলে যায় ওরা
তোমার কুড়িয়ে পাওয়া
সমস্ত শিউলি আর পদ্মের ঘ্রাণ
একসাথে মিলে
@ রাজেন্দ্র
Comments