লিপস্টিকের দাগ

আমার জলতরঙ্গ ভাঙায়
যদি যেত ছুঁয়ে তোমার শব্দরা
চুম্বকের সমস্ত কলরব কেটে

দেখা যেত দিকচক্রবালে
তোমার লিপস্টিকের দাগ
গোধুলীর আধোঘুম মায়ায়

_ রাজেন্দ্র

Comments

Popular posts from this blog

মহায়ণ

মরণ vs যৌনতা

আনা কড়া গন্ডা ক্রান্তি