সৈয়দ সামসুল হক

বাংলাসাহিত্যের সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক আজ প্রয়াত হয়েছেন - তাঁকে জানাই বিনম্র শ্রদ্ধা _

আমিও উড়াল দেবো _ সৈয়দ শামসুল হক
------------------------------------------------------------

আর কিছুক্ষণ ! আমিও উড়াল দেবো
সোনার গুঁড়োর মতো আলো মেখে নেবো
ডানায়— যে ডানা আমি শব্দে শব্দে পাই—
রূপকল্প রঙিন ছটায়, ফেলে যাই
পৃথিবীর অন্ধকার, ধ্বসে পড়া ঘর—
উড়ে যাই তবু থাকি নিজের ভেতর—
যেখানে করণ আজও করে শিল্পবোধ—
এবং ভোরের আলো দুপুরের রোদ।
আমি সেই রোদ্দুরের নীলে ডুবে যাবো,
তোমাদের স্বপ্নগুলো আবার মেলাবো
আমার বিন্যাস ছকে, যেন বাড়িঘর
আবার তুলতে পারি যেন কণ্ঠস্বর
আবার ভরিয়ে তোলে মানব সংসার—
তাই আজও কবিতায় কলম আমার ॥

_ 'আমি অনেক সময় লঘু মেজাজে বলি, লেখাটা মানুষ খুন করার মতো। খুন সর্বোচ্চ একটি অপরাধ। কিন্তু এই অপরাধকর্মের কোনো প্রশিক্ষণ নেই। চোরের আছে, ডাকাতের আছে, পকেটমারের আছে প্রশিক্ষণ; পেশাদার খুনী বাদে আর সকল খুনিই ঝোঁকের মাথায় খুন করে। লেখাও তেমনি, একদিন আমরা হঠাৎই শুরু করি ঝোঁকের মাথায় খুনটা করে ফেলবার পর খুনী যেমন আঁতকে ওঠে, আহ্, আমি খুনী; একজন প্রথম লেখাটির অক্ষরপাত করে উঠেই, আঁতকে নয়- এখানে তফাৎ- আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠেন- আমি লিখে ফেলেছি। তারপর ঝোঁকের মাথায় খুন-করা কোনো কোনো খুনী হয় পেশাদার খুনী, ঝোঁকের মাথায় লিখতে শুরু করে কেউ কেউ লেখক হয়ে পড়েন। শেখার কাজটা তাঁকে শিখতে হয় লিখতে লিখতে পড়তে পড়তে। তারপর একদিন সে নিজেরই একান্ত এক বা একাধিক আঙ্গিক উদ্ভাবন করে বসে।'

- মার্জিনে মন্তব্য ০ সৈয়দ সামসুল হক

আমি মনে করি, সাহিত্য লেখা হচ্ছে আসলেই প্রেমপত্র লেখা। সাহিত্য- সময়ের কাছে লেখা প্রেমপত্র। আমরা যখন প্রেমে পড়ি, চিঠি লিখি, তখন আমাদের প্রেমপত্রে থাকে আমাদেরই অস্তিত্ব-অনুভবের কথা, আমাদের চাওয়া-পাওয়ার কথা, থাকে আমাদের অন্তর্গত বিষণ্নতা, আনন্দ, ইচ্ছা, প্রত্যাশা, বিশ্লেষণ, এবং আত্ম-আবিষ্কারের সংকেত। সাহিত্যও অবিকল এই কথাগুলোই বলে। প্রেমিকের প্রেমপত্র লেখার তাড়না আর সাহিত্যিকের সাহিত্য রচনার তাড়না- অভিন্ন।'

– প্রেমপত্র ০ সৈয়দ সামসুল হক

Comments

Popular posts from this blog

মহায়ণ

মরণ vs যৌনতা

আনা কড়া গন্ডা ক্রান্তি