Poem2
[28/12 12:37 AM] Raj Aircel 9420: ছড়া'য় ছড়ায় -
১
এক'পা হাঁটি, দুই'পা ঘাঁটি ।
উন্নয়নের নক্সা কাটি ।
২
উঠলে উপর, একলা শোক ।
নামালে নীচে, দলের লোক ।
৩
একটা মানুষ, একটা ঢেউ ।
সমুদ্রে আজ, ঘুমাইনি কেউ ।
৪
আমার দেহ, তোমার মন ।
বাসছে ভালো সর্বক্ষণ ।
৫
উন্নয়নী ধারাপাত,
মিথ্যে দিন, সত্যি রাত ।
৬
পলকে পালক, স্বপ্ন ঘোর,
নেশার আদরে, মিথ্যে ভোর ।
৭
কাঁচের ধূলোয় আঁচড় দাও ।
হাতের মুঠোয় গুছিয়ে নাও ।
৮
পাথরে ঠোকা ফুলকি কণা, আকাশে বাতাসে ওড়ে ।
আনাচ কানাচে চরকি কাটা, নেশার আদিম ঘোরে ।
৯
শব্দ ভারে, জব্দ হই ।
পদ্যে আছি, গদ্যে নই ।
১০
যেতেই হবে, কোথায় যাই ?
হারানো সুর, কুড়িয়ে পাই ।
১১
ঘুমের ঘোরে, স্বপ্ন লুটি ।
টিনের ঘরে, ছেঁড়া রুটি ।
১২
এসো সখা, স্বপ্নে এসো ।
ভালোবেসে, মনে মেশো ।
১৩
শীতের ওমে ভালোবাসি ।
আয় বুকে আয় সর্বনাশী ।
১৪
সখী তুমি কোথায় সুখী,
ভালোবেসেই মন দুখী ।
১৫
বিরহসঙ্গে তোমাকে চাই,
ভালোবাসতেও ভয় পাই ।
১৬
গভীর রাতে সঙ্গোপন ।
তোমার ঠোঁটে ইস্কাপন ।
১৭
ভালোবেসে জড়িয়ে ধরো ।
বুকে চেপে সোহাগ করো ।
১৮
পলাশিয়া লাল হলুদ ফাগুন ।
বুক ধড়ফড় জ্বলছে আগুন ।
১৯
তারা বিপ্লবে মিট্মিটে হাসি মুখ ।
কাস্তে হাতুড়ি হারিয়েছে সব সুখ ।
[28/12 12:39 AM] Raj Aircel 9420:
তাঁকে আদৌ দেখিনি, তবুও
শুনেছি, আছেন তিনি ।
শুনেছি যাদের মুখে তাঁর কথা,
তারাও কেউ দেখেনি তাঁকে ।
আছেন নাকি তিনি সবখানে ।
তবুও বোকার দল তাঁকে খোঁজে
চার দেওয়ালের মাঝে, পাথরে,
পুতুলে, তাবিজে, কবচে,
মালায়, তাগায়, ধাগায়, মন্ত্রভরা
জলে, ধূপে, দীপে, আগুনে,
চাল কলা বেগুনে ।
ভাগ তিনি চাননি, ভেদাভেদ তিনি
করেননি । তবুও ছোটবড়ো হওয়ার
প্রতিষ্ঠায়, মতান্তরে মাতে
অনুগামীর দল ।
স্বর্গ নরক ভোগ, পাপ পূণ্যের কর্মফলে,
জন্মান্তর চক্রে ঘুরে চলে,
লোভী ভাগ্যাণ্বেষী দলে দলে ।
শুনেছি তিনি সর্বজ্ঞানী, সবজান্তা,
সর্বশক্তিমান, দুষ্টের দমন শিষ্টের
পালন সদাসর্বদাই চান । ভক্তরা
তার বড়ই আপন, নাস্তিকেরাও
নয় পর । শুনেছি তিনি বিচার করেন
সবার, তার বিচারশালায় নেই
কারো ছাড় । সব অদৃষ্টবাদীরই যে
তার আশীর্বাদ দরকার । মানুষ ছাড়া
কেউ কি আছে আর, যারা ভেবেছে
তাঁর কথা ? ইতরের দল আছে ভালো,
মানুষ তো নয় তারা । নেই ভেদবোধ ।
নেই পাপ পূণ্য স্বর্গ নরক, নেই বাছ
বিচার । নেই চাপ আবার জন্মাবার ।
ভাবছি পাপী হই । ভোগে ডুবে যাই ।
কি দরকার মানুষ হয়ে জন্মাবার ?
এতো চাপ নেওয়ার, বাধা পেরোবার?
সমাজ আইন দেশ সীমানা তো
মানুষের, পাখির জন্যে নয় ।
যদি নেমে আসেন তিনি, বলবো,
আর যাই দাও, চৈতন্য দিওনা ।
চৈতন্য চিন্তা নরকভোগ সামিল ।
সব নাও, কিছু দিওনা । আর
যদি দিতেই চাও, মানুষ করে ঠেলোনা
আর দয়া করে এই দুনিয়ায় ।
পাথর করো, করো জল মাটি আকাশ
বাতাস, যে কোনও গাছ বা নির্বোধ
ইতর প্রাণী । মানুষের মত ভীরু
নিরুপায়, নেই কেউ আর,
জীবন যুদ্ধে এইটুকু সার মানি ।
[28/12 12:40 AM] Raj Aircel 9420:
তোমার গায়ে কুয়াশা ভেজা শিশির
বসেছিলো নিঃশব্দে ভালোবাসা হয়ে ।
শিউলি বকুল হাস্নুহানা ছড়িয়েছিল
রাশি রাশি পায়ের কাছে আদুল গায়ে ।
[28/12 12:41 AM] Raj Aircel 9420:
তোর জন্যে রেখেছি অশ্বমেধের
ঘোড়া, অনেক লাথি চাঁটেও,
ছাড়িনি রাশ একবারও ।
তোর জন্যে বাঁচিয়েছি আধামরা
মশাল আগুন, সাইক্লোনের পেটে
গিয়েও, হয়নি ঢিলে মুঠো ।
তোর জন্যে জাহাজডুবি,
খুঁজি স্বপ্নভরা মুক্তি,
শুক্তির কানে কানে ।
তোর জন্যে সব ছাই ভাটির
আগুনে, ভালোবাসাটা কেমন,
চোলাই মন জানে ।
[28/12 12:42 AM] Raj Aircel 9420:
পড়ন্ত সূর্য দিয়ে যায় শেষ চুমু দিগন্তের গায়ে ।
এখন শুধুই গাঢ় অন্ধকার, মুখোমুখি বসবার, পিদিমের ছায়ে ।
আকাশের গায়ে, নুনভাত মাখা কুচো তারা, মিটিমিটি হাসে যারা, মাঝি মাল্লা নায়ে ।
বসে ঘেমে দিন সারা, ভিক্ষাহীন সর্বহারা, বেঁচে আছে সামাজিক দায়ে ।
[28/12 12:44 AM] Raj Aircel 9420:
বিলীয়মান বর্ণচ্ছটায় মিশছে অক্ষর,
শব্দ ভাষা সময়ের অনুভূতি দোলায় ।
ভালোবাসার মিথ্যে গল্পগুলো সব,
হয়ে ওঠে সত্যি, বিবর্ণ রঙ গোলায় ।
[28/12 12:45 AM] Raj Aircel 9420:
মন আমার বাউল হয়ে
ধরল একতারা ।
চেনা পাখি অচিন হলো,
চোখে জলধারা ।
- রাজেন্দ্র
[28/12 8:05 AM] Raj Aircel 9420:
সময়ের স্রোতে কার্ফিউ ডাকে প্রহর ।
মোছেনি রক্তের দাগ সাদা রুমালে ।
অসময়ের বরফে ঢাকা আমার শহর ।
পোষ্টার প্রতিবাদ সেঁটে দাও দেয়ালে ।
[28/12 8:06 AM] Raj Aircel 9420:
১
সমুদ্রের অসংখ্য ঢেউ থেকে বেছে নে
একটা ঢেউ, আপন রঙে গুলিয়ে নে
ওকে ক্যানভাস জুড়ে । অনেক শব্দের
ভীড়েও, চিনে নে তার নিজস্ব ধ্বনি,
বুকের খাঁচায় বাঁচিয়ে রাখ ওকে স্বপ্নে
মুড়ে ।
২
স্রোতের পর স্রোত বইছে,
ঢেউ এর পরে ঢেউ ।
মাইকে ভাসে দলীয় ভাষা,
আর কি খাবে কেউ ?
[28/12 8:07 AM] Raj Aircel 9420:
রেল লাইনের ধারে, আলুথালু বসে থাকা দিনভর, যেন কেউ, ভার বয়ে চলে শবের উপর ।
টাটকা মাংসের মত জেগে থাকে, কাটা বেনামী মুহূর্তেরা, দল বেঁধে হাজার বছর ।
প্রেত জাগা ভয়, সাঁঝের ফাঁকে করে ভর, জোনাকির মায়াবী আলোয় কাটে অবসর ।
তবুও মেখে থাকে সুখেরা, হাতের এঁটোয়, তালুবন্দী, মাটির সরায় অজানা প্রহর ।
[28/12 8:08 AM] Raj Aircel 9420:
মুছে দিলে সব অঙ্গ প্রত্যঙ্গ,
বেড়াব ভেসে নৌকার মত ।
মোমেরা ঝরে পড়বে গলে
ভরবে পুকুর, ছাঁচের ক্ষত ।
[28/12 8:10 AM] Raj Aircel 9420:
সময়ের কৌমার্য ভেঙে, ছুটে যাও
কৃষ্ণগহ্বর, বিহ্বলতায় বন্ধ করো,
কানামাছি নাস্তিক আস্তিক খেলা ।
ঈশ্বরের বাগান কেটে, আনো পেড়ে
টুকটুকে আপেল, লাল গোলাপী,
তোল ভরে উৎসব ফুৎসব মেলা ।
Comments