poem1
1
অসীম এক বিপন্ন বিস্ময়,
গ্রাস করছে একে একে,
জল মাটি বাতাস ।
মানুষকেই বা
ব্রাত্য করা কেন ?
বিবর্ণ ইতিহাস জানে
ধূসর হওয়ার গল্প ।
সভ্যতার আমি তুমি,
বিভেদ সৌধ গড়েছে
নখের আগায় ।
নদ নদীর পূণ্যস্নান,
ধুতে পারেনি ক্ষত ।
প্রতিবাদী অক্ষরেও,
ভেদ অভেদ হেঁটেছে
পথ পাশাপাশি ।
শুধু কষ্টগুলো জমেছে,
কালো কালির আঁচড়ে,
বোকাদের জন্য ।
2
ছড়া' য় ছড়ায় -
-
চেরা জিভে হিস্ হিস্,
কানাকানি ফিসফিস্ ।
আহ্লাদে খাবি খাই,
যত পাই তত চাই ।
শাসকের লম্ফ,
দলে জগঝম্প ।
নেতা বলে, "ভোট দিন,
নোট চাই, বুঝে নিন" ।
আশ্বাসে ওস্তাদ,
খলিফাএঁ বাগদাদ ।
আইনের বাবা নেই,
মা নেই, বোন নেই ।
ইজ্জত শস্তা,
নোটময় বস্তা ।
বোতলেই ভরসা,
ভোর শেষে ফর্সা ।
3
একের পর এক, উড়ে যায় প্রজাপতি ।
কংক্রিট ভাঙা রেল লাইন বেয়ে,
সবুজের ঘাম আর ঘ্রাণ, মাখামাখি
করে, উড়ে যায় অজানা হলুদ পাখি ।
চোখভেজা পাকস্থলীর জ্বালায়, ছটফটে
ডানায়, একরাশ ক্লান্তির ছায়া মেখে,
বুকজ্বালা কান্নার ভারে, চেটে খায়
রোদ্দুর, ডানাছেঁড়া পিঁপড়ের দল ।
এসব অনেক আগের...
জীর্ণ, আধ-খাওয়া, উইপোকা ঝাড়া,
পাতা জুড়ে জুড়ে বলা, কিছু ভারী
পাথর চাপা, আর পায়ে মাড়ানো
ঝিনুকমালার, হারানো বাসি গল্পকথা
মাত্র । তার বেশি কিছু আর না ভাবাই
ভালো ।
4
মনে হয়, নেমে যাই মাঝে মাঝে, নদীর
খাতে, জলের গভীরে । ভালোবাসার
অসুখের দাগ যত, ঘষে তুলি পলিমাটি
ঠেসে । মুখ চুপসে ঠেলে, বেরিয়ে যাক্
চুম্বন জমা বুদবুদ । ক্ষত সব উঠুক
ভরে, চোরাপাঁক গহ্বরে । আর ক্লান্ত
করবেনা, হারিয়ে যাওয়ার, হেরে
ফেরার চোরা গ্লানি, ঘুমের ঘোরে ।
5
এসো, চলো যাই এমন একটা গ্রাম,
যার পরে আর নেই কোনও পথঘাট,
নেই আর পায়ে পায়ে চলা দিনরাত ।
ওখান থেকেই চলো করি শুরু,
স্বর্গের পথে চলা, হাতে ধরে হাত ।
6
দিতে কি পারো আমায়, একটা এমন
ভালোবাসা, যা জ্বালাবে আলো রাতের
অন্ধকারে, হবেনা নিঃশেষ বৃষ্টির মত
গলে ঝরে ?
ধরতে কি দেবে আমায়, এমন একটা
হাত, উষ্ণতা যার দৌড়ে যাবে ধমনী
বেয়ে অক্লান্ত, কখনো ছাড়বেনা মুঠো
আলগা করে ?
7
মনের কল্পনায় আসে ভয়,
জন্ম নেয় ঈশ্বর আর শয়তান,
জমজ দুই সন্তান ।
কল্পনায় বাড়ে তারা, কেউ বা
ছুটে ফেরে ক্ষ্যাপার মত
অসম্ভবের কামনায় । মানুষের
মাথায় যুদ্ধ করে দেবাসুর ।
আর কি আছে কেউ মানুষ
ছাড়া, এতকিছু ভাববার ?
নিয়ম নিষ্ঠার পাঁক ঘাঁটা কি
একান্তই দরকার ? ঈশ্বর,
শয়তানেরা আছে বিশ্বাসে,
আছে দিনরাত এক কল্পনায়,
পুরানের গল্প জল্পনায় ।
সত্যি কি আছে কেউ তারা ?
মানুষই শয়তান, মানুষই ঈশ্বর,
পাপের ভয়ে বুক কেন দুরু দুরু ?
ভাবনায় যা আছে, তা শুধুই মানুষ,
সেই এককোষী হয়ে পথ চলা শুরু ।
Comments