সবার চেয়ে বড়

কাঁচ কাঁটা পাথর এড়িয়ে চলা,
দিনের শেষে মনের কথা বলা ।
জটিল অংক সহজ পথে কষা,
সন্ধ্যা তারায় নদীর কোলে বসা।
ছাতার নীচে বৃষ্টির জলে মেশা,
গভীর স্বপ্নে জমাট রঙিন নেশা ।
লড়াই চলছে, বাঁচো কিংবা মরো,
জীবন যখন সবার চেয়ে বড়ো ।

Comments

Popular posts from this blog

মহায়ণ

মরণ vs যৌনতা

আনা কড়া গন্ডা ক্রান্তি