সুপ্রদীপ বসু from Whats App

ওসামা বিন, লাদেন-সোনা, তোমার বাড়ি যাব 

ওসামা বিন, তুমি কি আর আমার কথা ভাবো 

ওসামা বিন, বিমানবোমা WTC –মূলে 

ফাটিয়েছিলে, আমি তখন ব্যস্ত তৃণমূলে 

ডেস্কে বসে খিস্তি করি, বিধানসভাঘর 

বাইরে জ্যোতি, বুদ্ধ, বিমান, নিখিলানন্দ সর 

আমি তখন হাওয়াই চটি, আমি ছেঁড়া শাড়ি 

বনধ ডেকেছি, বাস ভেঙেছি নেহাৎ-ই সরকারি। 

ওসামা বিন, ওসামা বিন, বোমা বাঁধায় ভালো 

স্লোগান তুলে মাতিয়ে দিলে - “মার্কিনী কাট ডালো” 

তোমার ডাকে এককাট্টা জিহাদি-গণ যত 

ওসামা বিন আমার কেবল মদন, অনুব্রত 

কুঞ্জে অলি গুঞ্জে দেখো, আমি প্রতিভাধারী, 

পদ্য লিখি, আঁকি ছবি, গান-ও গাইতে পারি 

আমি তখন “ম্যানমেড” আর আমি তখন “বন্যা” 

তোমার হাতে কালাশনিকভ আমিও “অগ্নিকন্যা”। 

ওসামা বিন, ওসামা বিন, এতদিনের পরে 

সত্যি বলো, সেসব কথা আজ-ও মনে পড়ে? 

সেসব কথা বলেছ তুমি বারাক ওবামাকে? 

আমি কেবল একটিবার তোমার পাশে তাকে 

দেখেছিলাম CNN-এ - ছবির কারসাজি 

স্বীকার করি দুজন তোরা একইরকম পাজি। 

জুড়িয়ে দিল চোখ আমার, পুড়িয়ে দিল চোখ 

কালিঘাটে পুজো দিলাম, ওদের ভালো হোক। 

আমি এখন মূর্খমন্ত্রী, আমি হীরক রানী 

যে যা পারে আখের গুছোয় সুদীপ্ত-দেবযানী। 

আরাবুল আর ববি হাকিম, সুব্রত, সৌগত 

হীরকরাজ্যে আমি কেমন চামচা-পরিবৃত! 

আজ জুটেছে কাল কী হবে? - কালের ঘরে শনি 

আমি এখন এই বাংলার ধোলাই দিদিমণি 

তবু আগুন, ওসামা বিন, আগুন জ্বলে কই? 

কেমন হবে, আমিও যদি লাল পতাকা বই?

Comments

Popular posts from this blog

মহায়ণ

মরণ vs যৌনতা

আনা কড়া গন্ডা ক্রান্তি