মরণ

মন দিয়ে;
মরতে গেল সে,
প্রেমের সুবাস
ভুলতে পারেনি বলে ।

অতল টানে
তলিয়ে গেল দেহ,
চাঁদের আলোয়,
মেঘের ছায়ায় গলে ।

Comments

Popular posts from this blog

মহায়ণ

মরণ vs যৌনতা

আনা কড়া গন্ডা ক্রান্তি