প্রাণ নাশা

স্বপ্ন ঘোরে দেখে তোমায়,
আরও কাছে মন পেতে চায় ।

স্পর্শে শব্দে গন্ধে মন,
ভালোবাসে সর্বক্ষণ ।

গভীর রাতের স্বপন পুরে,
তোমার পরশ মন জুড়ে ।

যতই দূরে সরে থাকো,
অতীত স্মৃতি আগলে রাখো ।

প্রেম মনে যোগায় আশা ।
ভালোবাসা প্রাণ নাশা ।

Comments

Popular posts from this blog

মহায়ণ

মরণ vs যৌনতা

আনা কড়া গন্ডা ক্রান্তি