ক্যারিশমা

ক্যারিশমা - রাজেন্দ্র
----------------

তুমি একবার ডাক দিলেই
চশমা খুলে আমি বেড়িয়ে পড়ি

বন বাদাড় শ্মশান কবরস্থান
নদী নালা সাঁকো সেতু
ঘাস মাটি নুড়ি বালি পাথর
পার করে

অ্যাকুইরিয়ামের আলোর রঙে বন্দী
মাছের ঘোরে সাঁতার কাটতে কাটতে

ঝরণা বেয়ে পাহাড়ে চড়তে থাকি
রামধনুর রঙিন ধাপে ধাপে

শীতের ভোরে হাই তুলতে তুলতে
গায়ে হাতে পায়ে
তেল মাখতে ভুলে যাই

মেঘের আড়াল উপেক্ষা করে
আম কাঁঠাল কলাবাগানের পাতার ফাঁকে
পুকুর পাড়ে বসা হাঁসের পাশে
একমনে বুনো রোদ্দুর পোহাই

যদিও তোমার ধোপ দুরস্ত
কেতাবী অবয়ব নেই

নেই উদাত্ত শব্দের বাচিক আকর্ষণ

নেই পলকহীন মায়াপুরীর
সুগন্ধী আতর পরশ

তবুও খাঁটি মাটির ঘ্রাণে
তোমার গাড়ির চাকার থেকে
উঠে আসা ধূলোর পিছনে
একনাগাড়ে ছুটে চলি

দম হারানো বোহেমিয়ান
পালছেঁড়া বোধ হারানো
উদ্বাস্তু নাবিক মাস্তুলের মত

মাটির মানুষের ঘাম গায়ে মেখে

কিছু একটা আছে বোধহয় তোমার

কিসের বিশ্বাসে কোন আশ্বাসে
আমি আর আমার মতো
হাজারে হাজারে
কাতারে কাতারে
তোমার ডাকে জড়ো হয়

কে জানে ?

হয়তো এরই বাজারি নাম 'ক্যারিশমা'

চুম্বক বোধকরি সকলেই দেখেছে

অনুভব করেছে তার আকর্ষণ

পরখ করেছে তার অমোঘ টান

আর তোমার শক্তির পরীক্ষা নিয়ে চলেছে
হেরে যাওয়া পিঠ দেখিয়ে পালিয়ে বেঁচে থাকা
কিছু মুষ্টিমেয় চার অক্ষর বোকার দল

ওরা ভুলে গেছে হিটলার মুসোলিনির কথা

ওরা ভুলে গেছে চেঙ্গিজ খান তৈমুর লঙের কথা

ওরা ভুলে গেছে জার আর বাস্তিলের
অসহায় পতনের কথা

এখন তো ওরাও পতিত

তবুও জানিনা কেন
ওরা পতনের কথা বার বার ভুলে যায়

আর শুধুই অভ্যুত্থানের দিবাস্বপ্ন দেখে

টিকি দাড়ি টুপি পৈতের দেশে

অম্ল অজীর্ণে ধর্মান্ধ জরাজীর্ণ দেশে

পচে গলে ক্ষয়ে হারানো শতছিন্ন দেশে

বিভাজনে বিশৃঙ্খলায়
দেশ ভাগের লুন্ঠন দাঙ্গায়

জালিয়ানওয়ালাবাগের লজ্জায়

খুনে ধর্ষণে নির্যাতনে
লুন্ঠিত নির্ভয়ার দেশে

জেগে আছি অর্ধমৃত আমরা

পরের শেখানো পড়ানো বুলি
আউড়ে আউড়ে
কাকাতুয়ার মতো

আমি জানি

আমরা জানি

একদিন আমাদেরও
দিন আসবেই আসবে

একজোট হতেই হবে আমাদের

নয়তো এই দেশটাকে ছিবড়ে নিংড়ে
ফেলে দেবে কিছু ইতর নষ্ট ভ্রষ্ট লোক

এই 'কিছু' রাই এখন সংখ্যায় অনেক

তারাই এখন তোমার পতাকার ভার বইছে

বইছে তোমাকেও

আর নর্দমার জলে ভাসছে
ভাঙাচোরা আধমরা বিশ্বাস

কারণ সত্যিটা তো আমরা সবাই জানি _

একদিন তোমাকেও অতীত হতেই হবে

হতে হবে হলুদ পাতার মতো

অসংবাদিকতার ইতিহাস

Comments

Popular posts from this blog

মহায়ণ

মরণ vs যৌনতা

আনা কড়া গন্ডা ক্রান্তি