পরস্ত্রী রাধা

যে আলিঙ্গন সোহাগ পরশে

গোলাপের পাঁপড়ি
ঠোঁটে মেখে নেয়

যোনিপথের আদিম বিরহ
অপার্থিব উষ্ণতায়

সেই আনন্দ মোহনায়

পরস্ত্রী রাধাও
বিবাগী বৈরাগী হয়ে যায়

© রাজেন্দ্র

Comments

Popular posts from this blog

মহায়ণ

মরণ vs যৌনতা

আনা কড়া গন্ডা ক্রান্তি