ভোর হলে
ভোর হলেই
বুনোহাঁস উবে যায়
সুবাসিত বিন্দু ছুঁয়ে
একে একে ভেসে
ভেজা ঘাসের আগায়
আগামী সন্ধ্যার
না বলা অপেক্ষায়
যেখানে
বেল কদম জুঁই
চামেলি হাস্নুহানারা
আশ্চর্য এক স্তব্ধতায়
একবুক অবসাদ মেখে
একে অন্যের
পাঁজরে
জড়াজড়ি করে ঘুমায়
© রাজেন্দ্র
Comments