অপরাজিতা
তাড়িত শরীরের
তিরতিরে ঝর্নার জল,
শিরশির করে নামলে,
লেগে থাকেনা করবীর স্তনে,
গোলাপের ঘ্রাণ,
না পাওয়া চুমুর যাতনায়
রাতের নীহারিকা জুড়ে,
সুবাসিত অপরাজিতার
যোনি উত্তাপের
দীর্ঘ আমেজে,
উরুসন্ধি পিছল হলে,
রঙ বেরঙের মুখোশ–আলিঙ্গন
খসে যায়
Comments