গুচ্ছ কবিতা - ২৩ অক্টোবর, ২০১৭
গুচ্ছ কবিতা
----------
২৩ অক্টোবর, সোমবার, মালদা
=====================
কাক-জোছনা @ রাজেন্দ্র
###############
ইচ্ছেরা কাক-জোছনায়
শেকড়ে ভাঙছে আঁধার
ব্যাঙ ডাকা ভোরের
ঢেউ খেলা তোড়জোড়ে
জমাটি দুধের
পুরু সরের স্তরে
বারবার নিটোল ভাঁজ পড়ে
অসময়ের নিকোনো
কপাল জুড়ে
কাটাকুটি @ রাজেন্দ্র
############
অসময়ের ঘোরে
বেঘোর পায়ে
ঘিরে রাখা আলতার
আলতো পরশে
স্বপ্নে বিভোর ঠোঁটেরা
বিস্তর মাপকাঠি মেনে
কাটাকুটি খেলে
বুড়ো কলম্বাসের সাথে
পথ হারা নাবিকের
ভাঙা কম্পাস হাতে
ভোর রাতে
ওজন শূন্য @ রাজেন্দ্র
#############
লাটিম প্যাঁচানো সমুদ্র মন্থনের ছায়া
পাক খায় শেষনাগের অনন্ত গভীরে
বুকের গভীরে গভীরান্তরে
ওজন হারায় গ্রহেরা
আমরা সকলেই
কমবেশী স্বজন হারানো
ওজনশূন্য বাস্তুহারা
Comments