গুচ্ছ কবিতা - ২৩ অক্টোবর, ২০১৭

গুচ্ছ কবিতা
----------
২৩ অক্টোবর, সোমবার, মালদা
=====================

কাক-জোছনা @ রাজেন্দ্র
###############

ইচ্ছেরা কাক-জোছনায়
শেকড়ে ভাঙছে আঁধার
ব্যাঙ ডাকা ভোরের
ঢেউ খেলা তোড়জোড়ে

জমাটি দুধের
পুরু সরের স্তরে
বারবার নিটোল ভাঁজ পড়ে
অসময়ের নিকোনো
কপাল জুড়ে

কাটাকুটি @ রাজেন্দ্র
############

অসময়ের ঘোরে
বেঘোর পায়ে
ঘিরে রাখা আলতার
আলতো পরশে
স্বপ্নে বিভোর ঠোঁটেরা
বিস্তর মাপকাঠি মেনে
কাটাকুটি খেলে
বুড়ো কলম্বাসের সাথে
পথ হারা নাবিকের
ভাঙা কম্পাস হাতে
ভোর রাতে

ওজন শূন্য @ রাজেন্দ্র
#############

লাটিম প্যাঁচানো সমুদ্র মন্থনের ছায়া
পাক খায় শেষনাগের অনন্ত গভীরে

বুকের গভীরে গভীরান্তরে
ওজন হারায় গ্রহেরা

আমরা সকলেই
কমবেশী স্বজন হারানো
ওজনশূন্য বাস্তুহারা

Comments

Popular posts from this blog

মহায়ণ

মরণ vs যৌনতা

আনা কড়া গন্ডা ক্রান্তি