সোহাগী চাঁদ
সোহাগী চাঁদ
ক্লান্ত দিনের শেষে
অবচেতন বই খাতার ভাঁজে
যখন চুপটি করে নীরবে
নত হই একান্ত স্তব্ধতায়
আর তোমার ছবি আঁকি
অবগুন্ঠন তুলে মনে মনে
গাঢ় ঘন নিবিড় প্রশান্ত গভীরে
কাজল কালো হরিণীর
চোখের পাতায়
তোমার সুরেলা সুরে
ভেসে আসা এলাচ দারুচিনি
আর নাভি থেকে ভেসে আসা
ছাতিমের সুবাস
গোলাপের পাপড়ির মত
স্নাত হয় পশ্চিমের সূর্যে
রক্তিম আভায়
আর একে একে নিঃশব্দে
ফুটে ওঠে বিন্দু বিন্দু ভালোবাসারা
রাতজাগা ভোরের রজনীগন্ধায়
যেমন করে
শিশির মাখে শিউলিরা
হেমন্তের ভেজা সবুজ
ঘাসের মাথায়
আর রূপকথারা জেগে ওঠে
একে একে বার বার
মায়াজাদুর পরশে
হাস্নুহানা ডালিমের
আলিঙ্গন অপেক্ষায়
তেমন করেই
একেবারে হারিয়ে যাবো
তোমার সুবাসিত চন্দনে
ঘামের বিন্দুতে বিন্দুতে
আর ভেসে উঠবে
একাকী সোহাগী চাঁদ
ভরিয়ে অনন্ত আকাশ
তারায় তারায়
@ রাজেন্দ্র
Comments