ঐশ্বরিক দিন
ঐশ্বরিক দিন - রাজেন্দ্র
------------------
কথার পিঠে কথাপুলিরা বসে যায়
অ্যান্টিবায়োটিক চেপে বসার মতো
বড়ো অনিশ্চিত এই বসে থাকা
মন যুঝে চলে ভাব ভাবনার মাঝে
দোল খায় পাক খায় ঠেলা খায়
খাবি খায় কিল চড় লাথি ঘুঁষি
সব খায়
দোকানটা বন্ধ হলেও ক্ষতি নেই এখন
একদিন ফিরে আসবেই আসবে
একান্ত সেই সন্ধিক্ষণ
যখন
তোমার জন্ম তারিখ মাস আর বছরের যোগফল
নতুন বছরে অশ্বডিম্ব প্রসব করবে
আর ফেসবুক ইনবক্স
প্রসব বেদনায় কাতরাবে
ফুটে উঠবে বিরক্তিকর সব নাম আর
স্ট্যাটাস বার জুড়ে বার বার
আসবে নোটিফিকেশন
শেয়ার বাজারেও ধ্বস নামবে
যুদ্ধ যুদ্ধ খেলার কলরবে
নাভিশ্বাস আর বাতকর্ম
মিলেমিশে একাকার হবে
শুষে নেবে একে একে
এক একটা রাতের আলোক বিন্দু
এক একটা রামধনু রঙের মত
রঙেরা সব মিলেমিশে
কালোর প্রত্যয় জমাট হয়ে উঠবে
আর
ঐশ্বরিক দিন হয়ে
ফুটে উঠবে ভালোবাসারা একে একে
গোলাপী লাল রক্তের অক্ষরে
Comments