অছিলা

অছিলা - রাজেন্দ্র
--------------

তোর "চিক্ চিক্" ডাকে
এখনো অনেক কিছুই আসে যায়

সেই একটানা ডেকেই চলেছিস

ডানার ঝটপটি

পাড় ভাঙা পুকুরের টলটলে জল

আয়নায় মুখ দেখার মত সকালে

রোদ মেখে ভাঙা পাড়ে
মাথা নিচু করে বসে আছি

জলফড়িং গুলো পিছলে পিছলে
কোথায় যেন চলে যাচ্ছে

মাছগুলোও মেরে চলেছে ঘাই

প্রতিমা নিরঞ্জন শেষে
ফেলে যাওয়া বাঁশের খাঁচায়
বসে আছে মাছরাঙা

ও জানে ওর লক্ষ্যবস্তু কী

অথচ আমিই জানি না
কী লক্ষ্য আমার

দুই পা দুলতেই থাকে আপনমনে

হাওয়াই চটিরা আলগা হয়ে যায়

তবুও নাচতে থাকে পায়ের তালে

কুয়াশা ভেজা সবুজ পাতারা
এখনো চোখ ধাঁধানোর স্বপ্নে মশগুল্

আর চুপ করে থেমে আমিও

বাড়ি না ফেরার অছিলায়

Comments

Popular posts from this blog

মহায়ণ

মরণ vs যৌনতা

আনা কড়া গন্ডা ক্রান্তি