জলবিন্দু হয়ে
জলবিন্দু হয়ে
-----------
জোনাকি বসা
আলো-আঁধারি পাতায়
ভালো না লাগার নজরে
আচ্ছন্ন মুখোশের সহবাসে
অপলক মাছের মতো
কাজল কালো হরিণী চোখে
রজনীগন্ধার স্নিগ্ধতা আর
রাতের আধফোটা হাস্নুহানার
মায়াবী ঘ্রাণে মিলে মিশে
গোলাপের পাঁপড়ি খসা
শিউলি উপচে পড়া
ভোর রাতের সবুজ ঘাসে
শিশিরের টুপটুপ ঝরে পড়া
আশ্চর্য শব্দের মতো
হলুদ পাখির দিকে ভেসে চলা
অজানা পারফিউম সুবাসে
মাঝে মাঝেই সব কেমন
গুলিয়ে ফেলি
নিজেকে আরও অচেনা লাগে
মিঠা পানে দারুচিনি এলাচের
স্বাদ আর গন্ধের টানে
তোমার ঘামে ভেজা এলো চুলে
এয়োতির মতো অতল চাপে
মাতাল হয়ে মেতে উঠি
আজন্ম আভোগী আমি
জরায়ুজ কামনা মাখি
ধূমায়িত পাহাড়ী চা আর
আতপ চালের গন্ধের মতো
রাজহাঁসের পালকে
ঠোঁট ডোবানো বুকে
মন কেমনের টানে
জলবিন্দু হয়ে জেগে থাকি
- রাজেন্দ্র
Comments