ভাবার সময় এসেছে এবার
আমি আমার জন্মস্থান কে অবশ্যই ভালোবাসি । তবে দেশ বলতে বুঝি কিছু মানুষ অতি সহজেই সব সুযোগ সুবিধা নিচ্ছে । আর বাকিরা চরম অবিচার এর শিকার ।
আজ অবদি কোন নেতা বা মন্ত্রী প্রাণ দিয়েছে দেশের - দশের জন্য 1947 এর পর থেকে ?
দেশ মানে কি শুধুই কাঁটাতারের বেড়া, সমরশয্যা শোভিত সেনাবাহিনীর কুচকাওয়াজ আর পাহারাদারদের গোলাগুলির আদানপ্রদান ?
দেশ মানেই কি একটা বড়ো ধরণের আঞ্চলিকতার ধারণা নয় ? তবে বিভিন্ন রাজ্যের নানা আঞ্চলিক ভাষাভাষীদের ভিতর এত বিভেদ কিসের ? তাদের কাছেও তো তাদের রাজ্য বা অঞ্চল টাই মুখ্য বিষয়বস্তু ।
দেশ মানেই কি শুধু নেতা মন্ত্রী আমলা আর বিচারকদের পকেট ভারী হয়ে চলা ?
দেশ মানেই কি কন্যা ভ্রূণ হত্যা, শিশুকন্যা ও মহিলা পাচার, মন চাইলেই ধর্ষণ ?
কাঁটাতারে ঘেরা এই দেশ টা নাকি মহান দেশ ? আচ্ছা, কিছু মহান মানুষ কে বাদ দিয়ে বাকিদের আলোচনা করলে এমন কোন মহান দিক আমরা দেখতে পাই বলুন তো দেখি ?
মালদাতে আমার নিজের দপ্তরেই হাতে গোনা গুটিকয়েক ভালো মানুষ আছেন । যদি ধরে নিই যে তারা ঐ মহান মানুষেরই মতোন । তাই বলে কি আমার দপ্তরটি মহান হয়ে গেল ?
তবে তো ভেবে দেখলে সব দেশই মহান, সব প্রদেশই মহান । কারণ কোনো না কোনো বিখ্যাত মানুষ তো সেখানেও জন্মেছেন । আর বিখ্যাত বিষয়টিও তো আপেক্ষিক । এমন কে আছেন যিনি সব বিষয়েই সমান ভাবে বিখ্যাত ?
আসলে আমরা পরশ্রীকাতর, লোভী, দুর্নীতিপরায়ণ । আমরা নিজেরা এক একজন এক একটা চালুনির মতো । আর ঘাসের ফাঁকে সূঁচের ছিদ্র খুঁজে ফিরি আতশকাঁচ হাতে ।
ভাবার সময় এসেছে এবার ।
Comments