নাট্যরূপ দেব _ হারিয়ে যাওয়ার সংকট

যে সকল হিন্দুরা ভাবেন যে সনাতন হিন্দুধর্ম আদি অনন্ত কাল থেকে বিরাজমান আছে ও ভবিষ্যতেও থাকবে এবং হিন্দু ধর্মকে কেউ আঘাত ও ধ্বংস করতে পারবেনা ।আমি মনে করি তারা এক একটি আস্ত গবেট ও মহামূর্খ ।

কখনো ভেবেছেন আফগানিস্হানের
হিন্দুরা কোথায় গেল ! ' কাবুল ' শহরটা
শ্রীরামের পুত্র কুশ বানিয়েছিলেন ,
আজ সেখানে একটা মন্দির পর্যন্ত নেই ।

ভরতের মা কৈকেয়ীর দেশ কেকয় রাজ্য ছিল অক্ষু বা Axus নদী পেরিয়ে বাল্টিক অঞ্চলে ।

' গান্ধার ' যার বিবরণ মহাভারতে পাওয়া যায় _ যেখানকার রাণী ছিলেন
গান্ধারী । আজ সেই স্হানের নাম
কান্দাহার । এবং সেখানে আজ আর
কোন হিন্দু বেঁচে নেই ।

' কম্বোডিয়া' যেখানের রাজা ছিলিন
সূর্য্যদেব বর্মন যিনি পৃথিবীর সবথেকে
বড় মন্দির ' আঙ্কোরভাট ' নির্মান
করিয়েছিলেন । আজ সেখানেও কোন
হিন্দু নেই ।

' বালিদ্বীপে ' ২০ বছর পূর্বেও ৯০%
হিন্দুর দেখা পাওয়া যেত । আর আজ
সেখানে মাত্র ২০% অবশিষ্ট রয়েছে ।

কাশ্মীর ছিল মহর্ষি কাশ্যপের জন্মভূমি । কাশ্মীরে ২০ বছর পূর্বেও ৫০% হিন্দু ছিল । আর আজ মাত্র ৩% থেকে ৪% ।

কেরলে মাত্র দশ বছর পূর্বেও ৬০% হিন্দু ছিল এখন মাত্র ২০% ।

নর্থ ইস্ট রাজ্যগুলিতেও আজ ভয়ংকর
হারে হিন্দু জনসংখ্যা কমে আসছে ।

এর মধ্যে আমাদের পশ্চিমবাংলাও আছে ।

প্রতিবেশি রাষ্ট্রের লাগাতার
অনুপ্রবেশ বাংলাদেশ সীমান্তবর্তী
ভারতের সবকটি রাজ্যের জনবিন্যাস
বদলে দিয়েছে ।

১৫৬৯ সাল পর্যন্ত ইরানের পূর্বনাম ছিল
পারস্য । যেখানে একটিও মুসলিম বসতি ছিলনা , শুধুমাত্র পারসিকরাই থাকতেন । যখন পারস্যের উপর মুসলিমরা আক্রমন চালাতো তখন পারস্যের বয়স্ক ব্যক্তিরা তাদের তরুণ যুবকদের বলতেন , আমাদের কেউ হারাতে পারবেনা , কেউ ধ্বংস করতে পারবেনা । কিন্তু ধীরে ধীরে পারস্য ইরাণে পরিণত হল পারসিকদের লুঠ
করা হল তাদের নারীরা হল গণিমতের
মাল পুরুষদের নৃশংসভাবে খুন করা হল । অবশিষ্টদের ধর্মান্তরিত করা হল ।
অল্পসংখ্যক কিছু বেঁচে যাওয়া পারস্যের অধিবাসী যারা নৌকাযাত্রা করে ভারতে পালিয়ে এসেছিল তাদেরই হাতেগোনা কিছুজনের আজ গুজরাতে দেখতে পাওয়া যায় ।

....... সদা সর্বদা - শান্তিচাই শান্তিচাই -
করে শান্তির ভিক্ষা করা হিন্দুদের এবার ভাববার সময় এসেছে ।

কারণ নিকট ভবিষ্যতে সমগ্র হিন্দু জনজাতি চরম সংকটের সম্মুখীন হতে চলেছে । এই সংকট অস্তিত্বের সংকট ।

.....সমগ্র বিশ্বে খ্রীষ্টান ধর্ম অধ্যুষিত
দেশ হল ৮০ টি আর ইসলামিক দেশ হল ৫৬ টি । কিন্তু একটিও হিন্দু রাষ্ট্র নেই । হিন্দু সংখ্যগরিষ্ট দুটি দেশ আছে একটি হল আমাদের মাতৃভূমি ভারত অপরটি হল ভারতের প্রতিবেশি নেপাল ।
এটা আমাদের দূর্ভাগ্য যে এই দুটি দেশই বর্তমানে ধর্মনিরপেক্ষতার আঁচলে মুখ লুকিয়ে আছে । হিন্দু ঐক্যতার পথে এটাও একটা অন্তরায়ের কারণ । কিন্তু বর্তমানে ভারতেও হিন্দুরাও আজ নিরাপদ নয় ।

....... চলুন একটা সমীক্ষা করি আর তার ফলাফল দেখি কি হয় -

দশজন হিন্দুকে প্রশ্ন করুন সে কোন
জাতির ? আমি নিশ্চিত এই উত্তরগুলি
আসবে .....

আমি ব্রাহ্মণ
আমি কায়স্হ
আমি সদগোগ
আমি মাহিষ্য
আমি তিলি
আমি কলু
আমি বৈরাগী
আমি মুচি
আমি বাগদি
আমি ডোম
আমি বৈষ্ণব
আমি শৈব
আমি শাক্ত

........ইত্যাদি ইত্যাদি আরও নানান জাতি ও ধর্মীয় বিভাজন _

আর কি .....

কিন্তু এই প্রশ্নটাই দশজন মুসলিমকে করুন -

দেখবেন তারা সকলে একবাক্যে এক
কথায় একটিই উত্তর দেবে যে তারা -

মুসলিম ।

ঐক্যতার প্রশ্নে আমরা যে কতটা
বিভাজিত তা আর আলাদা করে বলার
অপেক্ষা রাখেনা ।

অতএব আর মুখ লুকিয়ে আবেগ চেপে রাখা নয় । এবার মুখ তুলে মাথা উঁচু করে গর্বের সাথে বলুন _ আপনি হিন্দু । আর চেষ্টা করুন নিজের ভাব ভাবনা সাংস্কৃতিক ধর্মীয় আচরণকে নিজের মতো করে প্রকাশ করতে । নিজের কৃষ্টি সাহিত্য গ্রন্থ নিয়ে গর্ব করুন । বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত গীতা - এরাই আমাদের পথ ও পাথেয় ।

আমরা যদি হারিয়ে যাই - তবে আমাদের আগামী প্রজন্মের কাছে এই মহান গ্রন্থগুলির ভাষা ভাবনা চিন্তা কারা বহন করে নিয়ে যাবে !!!

আসুন _ এই দেশ কে হিন্দু রাষ্ট্র করে তোলার পথে আমাদের সকলের ভাবনাকে পরিচালিত করি ।

আর যারা আমাদের ভাবনাকে বিকৃতমনস্ক ভাবেন - তাদের কে আমাদের হারিয়ে যাওয়ার গল্প গুলো শেয়ার করি ।

তারাও একটু ভাবুক ।

Comments

Popular posts from this blog

মহায়ণ

মরণ vs যৌনতা

আনা কড়া গন্ডা ক্রান্তি