Classification নিয়ে মুক্ত গদ্য
রা জে ন্দ্র from Facebook
15 March at 08:26 ·
ক্লাসিফিকেশন্ _ বড়ো অদ্ভুত প্রকৃতির । কাউকে যেন ট্যাগ্ করা । কবিতা চর্চার সাথে এর সম্পর্ক সরলরৈখিক । আশ্চর্যের বিষয় _ আমরা কবিতাপ্রেমীরা এখনো কিন্তু ক্লাসিকাল বা সেকেলে কবিদের কবিতা পড়ি । সেখান থেকেই চুরি করি ভাব আর ভাবনা । এরপর শুরু করি শব্দ নিয়ে কুস্তি, যুযুৎসুর প্যাঁচ । অভিধান খুলে শব্দচয়ন করি । পরপর জুড়ে কোলাজ করি । কবিতা বলে চালাতে চাই । চলেও যায় । কবিতা বিশেষজ্ঞরা বলেন এটাই নাকি আপডেটেড কবিতার চর্চা । কবিতায় মান নেই । নেই অভিমান । নেই প্রেম । তবে হ্যাঁ । কায়া অবশ্যই আছে । আছে ছায়া ও । তবে সেই ছায়াটা অবশ্যই কবিতার কায়ার চেয়েও অনেক বড়ো । আর আমরা সকলে উদভ্রান্তের মতোই সেই ছায়াদের অনুসরণ করে কবিতা লেখার চর্চা করি _ আপডেটেড কবিতার চর্চা ।
আধুনিক কবিতা কি ? উত্তর আধুনিকতাই বা কী ? এই নিয়ে বিস্তর কথোপকথন গবেষণা এখনো অব্যাহত । তা সে চলুক । নিয়মে চলুক কিংবা অনিয়মে ।
তাই বলে কি কবির স্বতঃস্ফূর্ততাও থাকবে না ? থাকবেনা কোনও রকমের আবেগ ? ভালোবাসা _ রাগ _ ক্ষোভ _ অভিমান _ হিংসা _ প্রতিহিংসা _ প্রকৃতি প্রেম _ নৈস্বর্গ শোভা _ এ সব কিছু যদি বাদ দিয়ে লিখতে বসি _ শব্দের শব ব্যবচ্ছেদ ছাড়া তবে আর কি করবো আমরা ? সেটা কি আদৌ কবিতা হবে ? কাটবে কি দাগ পাঠকের মনে ?
তবে কি রোবট সুলভ অনুভূতিহীন মানুষই একমাত্র পারে অনুভূতিহীন শব্দসমষ্টিকে আপডেটেড্ কবিতা বলে ট্যাগ্ করতে ?
আর এখন তো স্বঘোষিত বড়ো কবিদের লেজুর জাতের ফলোয়ার চাই । কারণ যাই প্রসবিত হোক্ না কেন _ লেজুরের দল শব্দের খেজুর খেতে খেতে _ বাহ্ ; খুব সুন্দর ; দারুণ ; অসাধারণ _ প্রভৃতি অব্যয়ের ধারায় স্নান করিয়ে দেবেন আপডেটেড কবিটিকে ।
আর সেই স্নানে স্নিগ্ধ হয়ে কবি আবার বসে পড়বেন তার পরবর্তী প্রসবের সম্ভাবনা নিয়ে । এর সাথে সাথে তিনিও পাল্লা দিয়ে তার ছায়ার অনুগামী অনুরাগী ভক্তবৃন্দ নির্মানে নেমে পড়বেন ।
এটাই আজকালকার কবিদের ট্রেন্ড । এটাই বাজারে চলছে । একে অপরকে খুশী করবার তোষামোদী পালাগান । এমন জলসা আর কতদিন চলবে জানি না । তবে ভাব পাগল ; প্রেমে ছাগল কবিতা লেখকরা কি করবেন ? কি আর করবেন ? কবিতার গুরুমশাইদের ক্লাসরুমের বাইরে নীল ডাউন হয়ে কান ধরে বসে থাকবেন ।
আর পাঠককুল গড়তে অঙ্গীকারবদ্ধ আপডেটেড কবিরা নিজেরাই নিজেদের কবিতার পাঠক হবেন । পরস্পর পরস্পরের শব্দজব্দে হাততালি দেবেন । কেউ কেউ বেশি আহ্লাদে সেই শব্দঘন্টের বই করবেন । একে অন্যের দু-পাঁচ খানা বই নেবেন । অধিকাংশই অবশ্য কিনবেন না । বন্ধুত্বের দাক্ষিণ্য দেখিয়ে বই চেয়ে নেবেন ।
এমনটাই চলছে । আর এমনটাই চলতে থাকবে । আর সবাই লিখতে থাকবে একই রকম । একই ছকে । একই প্যাটার্নে । কবিতার মা বাবা বোন ভাই দাদা দিদি মাসি পিসি কাকু জেঠু _ সব মিলে মিশে একাকার হয়ে যাবে ।
যাই হোক _ স্বপ্নের ঘোরে নাকি রঙিন জলের টানে এত কিছু লিখে ফেললাম _ জানিনা ।
এই অধমের জন্যে আপডেটেড কবিরা একটু দয়া বা করুণা গোছের কিছু একটা ভিক্ষে দেবেন । মাঝে মাঝে আপনাদের পাশে না হোক, একটু দূরে কোথাও বসবার সুযোগ করে দেবেন । না না । লিখবার জন্যে নয় । পড়বার জন্যে । যাতে আমরা অধম ব্যাকডেটেডরাও একটু সমৃদ্ধ হতে পারি ।
সকলে বলুন _ "আপডেটেড কবিতার জয় হোক্" ।
© রা জে ন্দ্র
Comments