নাকের চুল
নাকের চুলে যতই ধরুক পাক
তবুও করবো কলপ মাথার চুলে
একমাত্র কবিরাই জানে
কেমন করে রঙ বসানো যায়
যখন তখন অভিধান খুলে
আজকাল তো ছায়াদেরই যুগ
কায়ার চেয়েও অনেক বড়ো তারা
সূর্য ডোবার আগেই
মাপা যায় ভাবনা তাদের
ক্ষীর সাগরের শেষ পাতে
নিজের দলে তারা ঢাকী চায়
ফাস্টু খোর ভাবনায়
তাল দেবার বাহানায়
বাজানোর আগে হোক বা পরে
পায়ের পাতায় পিছলে পড়ে প্রচার
জানি না ভায়া
কবিতার জন্যে
কেন তোষামোদ দরকার
© রা জে ন্দ্র
Comments