মাননীয় প্রধান শিক্ষক, সামসাবাদ, ধানখোলা বিদ্যাপীঠ
প্রতি,
মাননীয় প্রধান শিক্ষক _
সংবিধানে পেয়েছি সবাই
অবাধ ধর্মীয় স্বাধীনতা
ধর্মীয় পোষাকেই লেখাপড়া হোক্
হোক্ মিলাদুন নবী সভা কথকতা
সাথে চাই প্রতি শুক্রবারে
পবিত্র জুম্মার নামাজের ছুটি
আর দরকার
আরও কিছু শৌচালয় নির্মান
উত্তর দক্ষিণ মুখী
মনে রাখবেন _
আশু কর্তব্য আপনার
সম্প্রীতি সাম্যতা বজায় রাখা
ভুলে যাবেন না স্যার _
ধর্মীয় রোষে দেশভাগ হলেও
আমরাও জন্মসূত্রে এই দেশী
শান্তিপ্রিয় শান্তিকামী আমরা
এলাকার ভোটব্যাঙ্কে এখন
ষাট শতাংশেরও বেশী
@ রাজেন্দ্র
Comments