প্রশ্নের উত্তরে
তোমার প্রশ্নের উত্তরে
******************
এক
---------------
যেমন করে বাঁচতে চাই আমরা
তেমন করেই ব্যঙ্গ করে জীবন
শিশিরে ভিজে কেঁপে উঠি রোজ
ভোর রাতে চাদর ঢাকা নক্ষত্রশোভায়
স্বপ্ন দেখি রোজ আঙুল ছুঁয়ে
মাথার ঘন চুলে আকাশ দেখার
জানি ...
আমি যে পবিত্র নই
ধূসর ইঁটের ধূলো আর
নদীর সাদা ফেনার মতো
জলের ঢেউয়ে ভেসে চলে
আমার আজন্ম ভালোলাগা
রোজ ঘুম ভেঙে জেগে উঠি
আর বিছানায় বসে থাকি
জবুথবু নির্বাক
বাসি মুখে হাই তুলে
চেয়ে থাকি ট্যাবলেট স্ক্রীনে
তোমার একটু আদরে
বাঁদর হওয়ার অপেক্ষায়
*************************
*************************
দুই
---------------
চোখের জল এমনই হয় যে
কোনও স্মাইলি দিয়েও
সেই কষ্ট বোঝানো সম্ভব নয়
আমার ভেজা চোখের পাতা
নাই বা দেখালাম তোমায়
বেশ তো আছো
খাচ্ছো ঘুমাচ্ছো
আদরে সোহাগে
ভরে থাকছো খুশীমতো
এমন সোহাগী জীবন ছেড়ে
কেন বারবার আসো
কাছে আমার
এই বুকভাঙা দরবারে
এত কিসের দরকার
জানি না
কি আছে আমার
আর
কীই বা দিতে পারি
আমি তোমাকে
না পেরেছি দিতে তোমাকে রামধনু
না ভিজিয়েছি তোমাকে
আকাশের বুকে
লুকিয়ে রাখা কুয়াশায়
শিলং এর মেঘের ধোঁয়ায়
পাহাড়ী বুনো ঝরণায়
সব সুখ ডুবিয়ে দিক তোমায়
নিয়ে যাক্ কেড়ে
বুক থেকে আমার সবটুকু
হাঁফ ছাড়া
শেষ বেলার নিঃশ্বাসের মতো
আমি জানি
তুমি গোপন মেঘের
না দেখা বিদ্যুৎফলার মতো
একদিন বুক চিরে দেবে আমার
দেখবে সেদিন
ভালোবাসা নিয়ে
কাটাকুটি খেলা বুকে
ঘৃণা আর ভালোবাসা
পাশাপাশি দুটো শব
জমাট বেঁধে আছে
@ রাজেন্দ্র
Comments