দুটি কবিতা

[19/11 10:42 pm] রাজেন্দ্র:

যতবার ক্লান্ত হয়ে পড়ি
ভাঙতে চাই আত্ম পরিচয়

ভুলে যাই ...
ঘৃণায় নয়, ভালোবাসায়
করতে হবে জয়

তোমার আমার সবার অবক্ষয়

@ রাজেন্দ্র

[20/11 7:06 am] রাজেন্দ্র:

অজানা স্তব্ধতায়

কালির সব আঁচড়
একে একে ধুয়ে যায়

নিঃসঙ্গতার অছিলায়

জানি ...
এখানে জল ফেলা মানা

চোখের কোণে আটকে
রাখাই ভালো

নইলে পিছলে গেলে কেউ
দোষ পড়বে আবার

জ্বলবে না অমাবস্যা রাতেও
বুকভাঙা তারার আলো

@ রাজেন্দ্র

Comments

Popular posts from this blog

মহায়ণ

মরণ vs যৌনতা

আনা কড়া গন্ডা ক্রান্তি