সুনাগরিক

সুনাগরিক _ রাজেন্দ্র
--------------------------------
ঝাঁ চকচকে রেস্তোঁরায়
বন্ধ কাঁচের কপালে
এখন আপাততঃ স্ট্রাইক
/
মাছ মাংস পিৎজা পোলাও
বিরিয়ানি কিমাও এখন
জলের দরে গড়াচ্ছে
/
নামজাদা নার্সিংহোমের
হারামজাদারাও আজকাল
পেশেন্ট ফেরাচ্ছে
/
ধার করে টাকা দিয়ে
মরুক না হতভাগ্য রোগী
বিনা চিকিৎসায়
/
হারামি ডাক্তারদের এতে
কীই বা আর এসে যায়
/
গাড়ির তেল না ভরলেও
মন কখনো সাঁইবন
কখনো বা নালন্দায়
/
চলো না 'রু' ...
ঘুরতে বেড়াতে যাবো
/
মনের সব প্রয়োজন
রোজ রোজ মেটাবো
/
আর না মিটলেই
ক্ষোভ করে বলবো-
কি হচ্ছে এটা ?
এরই কি নাম আজাদী ?
/
আরে ধুররর্ _
আজাদী ফাজাদি বাদ দাও
/
এখন শুধুই টাকা হাতে
আসার অপেক্ষা
/
সু-সময়টা আসতে দাও
/
সব ভোগ আর দরকারী
অদরকারী কাজ এখন
আটকে আছে উৎকন্ঠায়
/
সুদিন আসছে নাকি দুর্দিন
এর জন্যে এখনো নাকি
বঙ্ আঁতেলরা অপেক্ষায়
/
এসেছে আমার তোমার
সকলের অবাধ স্বাধীনতা
দয়ার দানপত্রে ভিক্ষে করে
/
আর সংবিধানও দিয়েছে
অবাধ বিচরণ অধিকার
কথায় আর কাজে
/
এখন আমরা গরু শুয়োর
মৌলবাদী টিকি দাড়ির তালাক
উগ্রপন্থী হামলা বেকার যন্ত্রণাও
বসেছি একরকম ভুলতে
/
অনেক প্রশ্নচিহ্নের ভীড়েও
ভাবনা শুধু একটাই
/
আমার টাকা আবার আমি
কখন হাতে পাবো
আর খরচ করবো
দুই হাত উপুড় করে
/
সাদা কালো খয়েরী
গোলাপী লাল গেরুয়া
এতসব ভাবার সময়
বা সবুর কোথায়
/
দেশকে কি দিলাম
কি কি দেব বা
কি ভাবে কতটা দেব
এসব তো আজকাল
বই বা ক্লাসনোটেও থাকে না
/
নাগরিক অধিকার সচেতন
আত্মসুখীর দল এখন নেমেছি
পথে ঘাটে এটিএম এর দরজায়
/
কে জানে ...
আবার কখন সরকারের
ভাবনা আর অবস্থান
কখন কি ভাবে বদলায়
/
@ রাজেন্দ্র

Comments

Popular posts from this blog

মহায়ণ

মরণ vs যৌনতা

আনা কড়া গন্ডা ক্রান্তি