সফরনামা _ দার্জিলিং (দুই)
লেবং টি এস্টেট একটা বিশাল উপত্যকা বিশেষ । আমাদের গাড়িটা এসে দাঁড়ালো রাস্তার ধারে সারিবদ্ধ চায়ের দোকানের পাশে । পাশাপাশি তিনটে দোকান । দোকানের সামনে চায়ের পাতা প্যাকিং করে রাখা ছোট বড়ো নানা পরিমাণে । আমরা একটা দোকানে ঢুকে পড়লাম ।
Comments