চারপাশে অনেক মানুষ ,
তবুও একলা আমি
জন মহা সমুদ্রের ঢেউ।
মনে সহস্র জ্বালা,
হারিয়েছি সব রঙ,
অঙ্ক আর মেলাবেনা কেউ।
মহায়ণ
মহায়ণ ****** পান্ডবদের নগর রাজ্য হস্তিনাপুরে রাক্ষসেরা সুখে সেথায় বলাৎকার করে। তাহাদের অস্ত্রাগুরু দ্রোনাচার্য বুড়ো বালেতে মশলা মাখে কুকমীর গুঁড়ো। আকাশের প্রেক্ষাপটে ...
Comments