নদীর বুক থেকে খুঁচিয়ে তোলা,
স্তূপাকার আজ পথের এক কোণে।
সারমেয়রা বিষ্ঠা ত্যাগ করে
নখের আঁচড়ে ঢেকেছে পূতিগন্ধ।
মরু ঝড়ে তার বুকে মুখ ডুবিয়েছে উটেরা,
মরু দিগন্তে আলোর আসা যাওয়ায়।
সমুদ্রের বেলাভূমিতে রোদ মাখামাখি
আর অজস্র আঁকিবুকিতেও সে ক্লান্তিহীন।
গোবি কালাহারিতে নির্মম
মৃত্যুহীন তার উপস্থিতি।
অমরত্বের অমৃতে সে বঞ্চিত,
সভ্যতার উথ্থানে চিহ্নিত।
তবুও সে কখনো চোরাবালি,
কখনো চোখের বালি।
Comments