ঘুম ভাঙ্গা

ঘুম ভাঙ্গল ।
শীতে কাঁপতে কাঁপতে
উঠে বসতে গেলাম ।
সারা দেহে অসম্ভব যন্ত্রণা,
শরীর জুড়ে কালশিটে দাগ।
পারলাম না..

হাত পা বাঁধা
মুখে কাপড় গোঁজা ।
অনেক কিছু বয়ে গেল
কয়েক ঘন্টায় ।
বয়েসটা যেন অনেক বেড়ে গেছে
এক রাতে ।

কাল সারা রাতে অনেক বার
আমাতে উপনিত হয়েছে
একাধিক পশু।
ছিন্নভিন্ন করেছে আমার
এই মন্দির ।

তবুও মরিনি আমি ..
ওরা মারতে পারেনি
আমার আত্মাকে,
আমার প্রতিবাদী স্বত্বাকে।

এখনো আমি বেঁচে আছি,
জেগে আছে আমার না বলা
সব স্মৃতি ..
লড়বো বলে, বাঁচবো বলে,
আবার উঠে দাঁড়াবো বলেই
মনের জোরে উঠে বসবো আবার ।

এবার আমার লড়াই করার
সময় হয়েছে ।
সময় হয়েছে সবার মুখোমুখি হওয়ার ।

কারণ, এটা শুধু
আমার একার অসহায়তা নয়,
এ আমার সমাজের লজ্জা ,
মানব জাতির অপমান ।

Comments

Popular posts from this blog

মহায়ণ

মরণ vs যৌনতা

আনা কড়া গন্ডা ক্রান্তি